Recent Tube

নবীদের রাজনীতি ; অধ্যাপক মাওলানা হারুনুর রশীদ খান



             নবীদের রাজনীতি ;


 মুহাম্মদ (ছঃ)-এর যুদ্ধাস্ত্র ও ব্যবহার্য সামগ্রী

(ক) তরবারি

হযরত (ছঃ) -এর ৯টি তরবারি ছিল। তরবারিগুলাের প্রতিটির আলাদা আলাদা
নাম আছে।

   তরবারিগুলাের নামঃ ১। মাহূর-উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ২। উদ্ব ৩। জুলফিকার- এটিকে নবী (ছঃ) সবসময় কাছে রাখতেন। হাতল পিট রৌপ্য নির্মিত ছিল। এটি বদরের যুদ্ধে লাভ করেন। সােনা ও রূপা দ্বারা কারুকার্য খচিত ছিল। রসূলুল্লাহ (ছঃ) -এর ইন্তিকালের পর আলী (রাঃ) তরবারিখানা ব্যবহার করেন। ৪। কেল’ঈ ৫। বিত্তার ৬। খনক ৭। দাসুব ৮। মাখজাম ৯। কাজীব-তরবারিটি রূপা দ্বারা
বাঁধানাে ছিল।

(খ) বর্ম : 

১। যাতুল ফুযুলঃ রসূলুল্লাহ (ছঃ)-এর পারিবারিক অভাব-অনটনে এটিকে এক বছরের জন্যে ১৫ সের যবের বিনিময়ে আবু শােহম নামক ইহুদীর নিকট বন্ধক রেখেছিলেন। বর্মটি লােহার তৈরি ছিল। ২।জাতুল বিশাহ ৩। জাতুল হাওয়াশী ৪।সাদিয়া ৫। ফিন্দা ৬। বিতারা ৭। কারনফ

(গ) বর্শাঃ 

নবীজীর (ছঃ) ৬টি বর্শা ছিল। বর্শাগুলাের নাম
১। যহরা ২। রওদা ৩। সফরা ৪। বায়দা ৫। কছুম আর একটি বর্শার নাম জানা যায়নি। কছুম বর্শাটি ওহুদ যুদ্ধে ভেংগে গিয়েছিল। হযরত (ছঃ) এর নিকট বর্শা ফলক বাবার কার' নামে একটা থলে ছিল। ‘জামআ' নামক একটি ফলক পাত্র ছিল। হযরত (ছঃ) -এর কাছে সুদাদ' নামে একটি ধনুক ছিল।

(ঘ) কোমরবন্ধ

হযরত (ছঃ) এর কাছে রূপার বাঁধানাে একটি কোমরবন্ধ ছিল।

(ঙ) ঢাল

হযরতের তিনটি ঢাল ছিল। ঢালগুলাের নামঃ
১। যলুক ২। ফাতাক ৩। মুযিজ-এটির রং ছিল সাদা।

(চ) নেযা

হযরত (ছঃ) -এর ৫টি নেযা ছিল। এগুলাের নামঃ
১। মাছওয়া ২। মুনছানী ৩। নূর’আ ৪। বায়দা ৫। গেমরা বায়দা আকারে বেশ বড় ছিল। গেমরা একটু ছােট ছিল। ঈদের সময় গেমরাকে হযরত (ছঃ)-এর আগে আগে নিয়ে চলা হত। নামাযের সময় সেটা হযরত (ছঃ) এর সামনে গেড়ে দেয়া হত।

(ছ) শিরস্ত্রাণ

নবীজীর ২টি শিরস্ত্রাণ ছিল। এদের নাম :
১. মােশেহ - লােহার টুপি। এতে তামা জড়ানাে ছিল।
২. স্কুল মাসবুগ- এটি ছিল লৌহ নির্মিত মুখােশ।

(জ) জুব্বা

জিহাদে ব্যবহারের জন্য হযরত (ছঃ) -এর তিনটি জুব্বা ছিল। তিনটি জুব্বার মধ্যে একটি ছিল সবুজ রেশমের বুননী দ্বারা তৈরী। হযরত (ছঃ) এটি জিহাদের ময়দানে বেশী ব্যবহার করতেন। জিহাদের ময়দানে রেশমী বস্ত্র ব্যবহার জায়েজ আছে।

(ঝ) তাঁবু

হযরত (ছঃ) এর কুন’ নামক একটি তাবু ছিল।

(ঞ) লাঠি

হযরত (ছঃ) -এর তিনটি লাঠি ছিল। এদের নাম :
১. উরজুন -এতে ঠেস দিয়ে তিনি দাঁড়াতেন।
২. মামসূক -এ লাঠিটি চার খলিফার হাতে শােজ পেত।
৩. দিকন- লাঠিটি ২ গজ বা তা থেকে কিছু লম্বা ছিল। এতে ভর করে তিনি উটের পিঠে আরােহন করতেন। মউত নামে একটি ডান্ডা ছিল।

(ট) হযরতের জীবজন্তু
রসূলুল্লাহ (ছঃ) -এর অধিকারে কতগুলাে পশু ছিল। এদের বর্ণনা দেয়া হলঃ
১.সব নামক ধুসর বর্ণের ঘােড়া। দাজ নামে একটি গদী ছিল, এ ঘােড়াটি তিনি
দশ উকিয়ায় কিনেছিলেন। এটাই ছিল তাঁর প্রথম ঘােড়া।
২. এ ছাড়া মুতার্যিজ, লাহীফ, লুযায, যবর, সাজা ও ওয়ার্ড ইত্যাদি নামে তাঁর মােট
৭টি ঘােড়ার বর্ণনা পাওয়া যায়।
৩. দুলদুল নামে সাদা খচ্চর, এটি মিসর অধিপতি মুকাওকাশ উপঢৌকন
দিয়েছিলেন।
৪. কুসওয়া নামে একটি উটনী। এতে চড়েই তিনি হিজরত করেন।
মহানবী (ছঃ) -এর সিরাত কোষ থেকে সংগৃহীত)
------------------------------------------------------
নবীদের রাজনীতি বইয়ের ২৮৭-২৮৮ পৃষ্ঠা
--------------------------------- 
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা আলোচক ও দাঈ।

Post a Comment

0 Comments