Recent Tube

মূর্তিপূজার সূচনাঃ তানজিল ইসলাম।


মূর্তিপূজার সূচনাঃ

   মানবজাতির আদি পিতা আদম (আঃ) হতে নূহ (আঃ) এর মধ্যবর্তী সময়ের কিছু নেককার ব্যক্তি খুবই জনপ্রিয়তা অর্জন করেন। তাদের ওফাতের পর ভক্তরা সুদীর্ঘকাল পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ্ তা‘আলার ইবাদত ও বিধি বিধানের প্রতি আনুগত্য অব্যাহত রাখে। কিছুদিন পর শায়ত্বন তাদের কওমের লোকদের অন্তরে এ কথা ঢেলে দিল যে, তারা যেখানে বসে মাজলিস করত, সেখানে তোমরা কতিপয় মূর্তি স্থাপন কর এবং ঐ সমস্ত পুণ্যবান লোকের নামেই এগুলোর নামকরণ কর। কাজেই তারা তাই করল, কিন্তু তখনও ঐ সব মূর্তির পূজা করা হত না। তবে মূর্তি স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং মূর্তিগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয়। (বুখারী হাঃ ৪৯২০) এভাবে মূর্তিপূজার সূচনা হয়ে গেল। নূহ (আঃ) তাদের এই শিরকি কর্মকাণ্ড বর্জন করতে বললে মুশরিকদের নেতারা বলল,
لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا.
তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না; বর্জন করো না ওয়াদ, সুওয়া‘, ইয়াগূছ, ইয়া‘ঊক ও নাসরকে’। (সূরা নূহ: ৭১/২৩)

      ইবনু আব্বাস (রাঃ) বলেন, যে প্রতিমার পূজা নূহ্ (আঃ)-এর কওমের মাঝে চালু ছিল, পরবর্তী সময়ে আরবদের মাঝেও তার পূজা প্রচলিত হয়েছিল। (বুখারী হাঃ ৪৯২০) এটা অসম্ভব নয় যে; মহাপ্লাবনে যেসব লোক রক্ষা পেয়েছিল পরবর্তী বংশধরগণ তাদের মুখ থেকে নূহ এর জাতির প্রাচীন উপাস্য দেব-দেবীদের নাম শুনেছিল এবং পরে তাদের বংশধরদের নতুন করে জাহেলিয়াত ছড়িয়ে পড়লে তারা সেসব দেব-দেবীর প্রতিমা তৈরী করে তাদের পূজা অৰ্চনা শুরু করেছিল। (তাফহীমুল কুরআন: ১৮/৬৪) 


      শুধু তাই নয়, মক্কার মুশরিকরা একে একে ৩৬০ টি মূর্তি কা'বা ঘরে প্রতিষ্ঠা করেছিল, যাদের মধ্যে মুসলিম জাতির পিতা ইবরাহীম (আ) ও তাঁর সন্তান ইসমাঈল (আ) এর মূর্তিও ছিল। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সাঃ) কা'বা গৃহে প্রবেশ করলে সেখানে তিনি ইবরাহীম ও ইসমাঈল (আ) এর ভাস্কর্যও দেখতে পান। যাঁদের হাতে ভাগ্য গণনার তীর ছিল।  তা দেখে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন,
 قاتلهم الله، والله ما استقسما ها قط-
"আল্লাহ ওদের ধ্বংস করুন! আল্লাহর কসম! এই নবীদ্বয় কখনোই তীর দ্বারা ভাগ্য গণনা করতেন না।" অতঃপর তিনি সকল ভাস্কর্য ও মূর্তি ভেঙে নিশ্চিহ্ন করার জন্য নির্দেশ দেন। (রাহীকুল মাখতুম, পৃঃ ৪০৪)
----------------------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা আলোচক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments