Recent Tube

মৃত ব্যক্তিকে সম্ভাব্য তাড়াতাড়ি দাফন করা সুন্নাত-


  
  মৃত ব্যক্তিকে সম্ভাব্য তাড়াতাড়ি   
  দাফন করা সুন্নাত-

 মুফতী মনসূরুল হক দা.বা.
প্রধান মুফতী ও শাইখুল হাদীস,
জামিয়া রহমানিয়া,মুহাম্মাদপুর,ঢাকা।

)۱(عن الحصین بن وحوج أن طلحۃ بن البراءؓ مرض فأتاہ النبی ۔ ﷺ ۔ یعودہ فقال : إنی لا أری طلحۃ إلا قد حدث فیہ الموت فأذنونی بہ و عجلوا فانہ لا ینبغی لجیفۃ مسلم أن تحبس بین ظہرانی أہلہ . رواہ ابوداؤد فی’’ سننہ‘‘ برقم ( ۳۱۵۹) کتاب الجنائز ‘ باب التعجیل با لجنازۃ وکراہیۃ حبسہا .
)۲(عن أبی ہریرۃ ؓ عن النبی ۔ ﷺ ۔ ’’ أسرعوا با لجنازۃ فان تک صالحۃ فخیر تقدمونہا إلیہ و إن تک سوی ذلک فشر تضعونہ عن رقابکم ‘‘.(رواہ اصحاب الستۃ(
   
অর্থ: (১) হযরত হুসাইন ইবনে ওয়াহওয়াজ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: হযরত ত্বালহা ইবনে বারা রাযি. অসুস্থ হলে প্রিয় নবী ﷺ  তাঁর শুশ্রূষা করতে তার গৃহে আগমন করলেন। এবং অবস্থা দৃষ্টে (তার বিশেষ কোন লোককে) বললেন: “আমিতো তালহার মধ্যে মউতের নিদর্শন দেখতে পাচ্ছি সুতরাং তার মৃত্যু হয়ে গেলে আমাকে সংবাদ দিও এবং দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করো। কারণ, কোন মুসলমান ইনতিকাল করার পর (কবর না দিয়ে) তার মৃতদেহ পরিজনদের মধ্যে আটকিয়ে রাখা সমীচীন নয়। সূত্র: আবূ দাউদ শরীফ ২/৪৫৩ (৩১৫৯) তাবারানী কাবীর ৪/৭৩ আল্লামা হাইসামী রহ. হাদীসটি মাজমাউয্‌ যাওয়ায়েদে ৩/১১২ উল্লেখ্য করার পর বলেন এর সনদ হাসান। 

অর্থ: (২) হযরত আবূ হুরাইরা রাযি. প্রিয়নবী ﷺ  থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন: “তোমরা জানাযা সংক্রান্ত কাজকর্ম তাড়াতাড়ি কর। কারণ, যদি সে নেককার হয় তবে তো ভাল, তাকে তোমরা আগেই ভালোর দিকে পাঠিয়ে দিলে। আর যদি সে তার উল্টোটা হয় তবে তো সে মন্দ। তাকে তোমাদের গর্দান থেকে দ্রুত নামিয়ে ফেললে।” সূত্র: বুখারী শরীফ ১/৩১১(১৩১৫), মুসলিম শরীফ হাদীস নং (৯৪৪);

Post a Comment

0 Comments