Recent Tube

প্রশ্নোত্তর। সানা উল্লাহ মোহাম্মদ কাওসার।

 



 
 শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে শিক্ষার্থীদের জন্য দাঁড়িয়ে সালাম দেওয়া শরী‘আত সম্মত কিনা?

উত্তর
এভাবে সালাম দেওয়া শরী‘আত সম্মত নয়। বরং শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সালাম দিবেন এবং তারা উত্তর দিবে।
[সহীহ বুখারী-৬২৩১, (তাছাড়া উক্ত ব্যাপারে সালাম অধ্যায়ের প্রতিটি হাদিস নিরীক্ষিত), মিশকাত-৪৬৩৩]

🔹রাসূলুল্লাহ (সাঃ) বলেন, 
‘যদি কেউ এতে আনন্দবোধ করে যে, লোকেরা তাকে দেখে স্থিরভাবে দন্ডায়মান থাকুক, তাহলে সে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল।’
      [তিরমিযী-২৭৫৫ (হাদিসের মান সহিহ), মিশকাত-৪৬৯৯]

🔹‘সাহাবীদের কাছে রাসূলুল্লাহ (সাঃ) - এর চেয়ে অধিক প্রিয় ব্যক্তি আর কেউ ছিলেন না। কিন্তু তবুও তাদের অবস্থা এমন ছিল যে, যখন রাসূল (সাঃ) - কে আগমন করতে দেখতেন, তখন কেউই তার সম্মানার্থে দাঁড়াতেন না। কেননা তারা জানতেন যে, রাসূল (সাঃ) এটা পছন্দ করেন না।’
     [তিরমিযী-২৭৫৪ (হাদিসের মান সহিহ), ছহীহাহ-৩৫৮, মিশকাত-৪৬৯৮]

  » সুতরাং শিক্ষকের সম্মানার্থে শিক্ষার্থীদের দাড়ানো খুবই অনুচিত এবং গর্হিত কাজ। এ কাজটি শরীয়াহবিরোধীও বটে। তাছাড়া নৈতিক দৃষ্টিকোণ থেকেও এটি বিবেক বিরোধী একটি কাজ।

Post a Comment

0 Comments