Recent Tube

সাড়ে তিন হাতের কেবিনটা বেশি দূরে নয়- জিয়াউল হক।

সাড়ে তিন হাতের কেবিনটা বেশি দূরে নয়- 

আমরা যত বড় হই, ততই বুড়ো হই।
যত বুড়ো হই, ততই একা হয়ে যাই।
ছায়াগুলো উত্তপ্ত হয়ে উঠে -
মায়ার বন্ধনগুলো একে একে খসে পড়ে-
পুরোনো ভবনের চুন সুড়কীর মত।
আমাদের এ বিশ্বটা বুড়োবান্ধব নয়।
আমরা যত বুড়ো হই, ততই নি:সঙ্গ হই।
আর নি:সঙ্গরাইতো দূর্বোধ্য!
   **
আমরা যতই নি:সঙ্গ হই, ততই দূর্বোধ্য হই-
দূর্বোধ্যদের ভাষা বোঝোর মত বোদ্ধা কই ?
আমরা যত দূর্বোধ্য হই, ততই অপাংক্তেয় হয়ে যাই।
অপাংক্তেয়রা যেন ঘোলা জলে নর্দমার কীট!
বিশ্বের কোন কাজে লাগে ওরা? অকর্মা সব!
   **
আমরা যখন অপাংক্তেয় হই, তখন উপেক্ষিতও হই।
আর উপেক্ষাই যখন অমোঘ নিয়তি-
তখন অবজ্ঞাই কেবল ললাট লিখন!
ক্ষুধার জ্বালা সওয়া যায়, একাকিত্বেরও।
কেবল অবজ্ঞার জ্বালাটাই বড় দু:সহ ঠেকে!
এ বিশ্ব উপেক্ষিত কারো জন্য অপেক্ষা করে না-
অপেক্ষা নয়, ছুটে চলার নামই তো জীবন!
   **
অতএব ছুটে চলো।
ছুটতে না পারলে হাঁটো,
হাঁটতে না পারলে হামাগুড়ি!
হে বুড়োর দল, হে হামাগুড়ির দল,
হে উপেক্ষিতের দল, হে অবহেলিতের দল-
হে দূর্বোধ্য নি:সঙ্গের দল, আশ্বস্থ হও-
সাড়ে তিন হাতের কেবিনটা বেশি দূরে নয়!
---------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার ইতিহাস বিশ্লেষক ও কলামিস্ট। 

Post a Comment

0 Comments