ড: জাফরউল্লাহ চৌধুরী ভুল বললেন ।
রাসুলুলাহ সব মুর্তি ভেঙ্গে এটি রেখে দিলেন ।ইতিহাসে এটা দেখাতে পারবেন ?
যা বললেন তা আপনাকে ফিরিয়ে দিলাম ।
হিজরে আসওয়াদও মুর্তি ছিল ?
রাসুলুলাহ সব মুর্তি ভেঙ্গে এটি রেখে দিলেন ।ইতিহাসে এটা দেখাতে পারবেন ?
বললেন,ভাস্কর্য আর স্ট্যাচিও এক জিনিষ না আলেমদের ভুল বুঝানো হয়েছে ।তারা অহেতুক বিতর্ক ও ভুল করছেন ।
উনাদের মেয়েরা এবং অন্নান্যরা ঠোঁটে রঙ লাগায় আর বোরকা পড়ে —এটা স্বাস্থের জন্য ক্ষতিকর ?
স্বাস্হ্য বিধি নিয়ে আপনি কথা বলতেই পারেন । কিন্তু বোরকাতে স্বাস্হ্য হানি হয় , কী বুঝাতে চাইছেন আপনি ?
তা হলেতো কোট পরা , কোটের গহ্বরে গলাচিপা টাই পরা, এর নিচে শার্ট , শার্টের নিচে গেন্জি এবং ট্রাউজার আর ট্রাউজারের নিচে বক্সার —স্বাস্হ্য রক্ষার জন্য এসবও খুলে ফেলতে হয় । কী বলবেন আপনি ?
একাত্তর টিভি আপনাকে এনেছিল মুর্তি নিয়ে ধান বানতে কিন্তু আপনি গাইলেন শিবের গীত ।পানি খেতে নেমে জল ঘোলা করলেন !
পান খাওয়া একটি পরিত্যাজ্য অভ্যাস হতে পারে কিন্তু কেউ পান খায় বলে ভাস্কর্যবাদিতার জড়বাদী উল্লম্ফনের বিরুদ্ধে কথা বলতে পারবেনা এটা কেমন কথা ! আলেমদেরকে যারা ঘাড় মটকে দিতে বলছেন তাদের ক’জন সিগারেট জোয়া ও গান্জা সেবী - সে হিসেবটা চেপে গেলেন কেন ?
বলবেন যেহেতু সেটাও বলুন ।
আলেমরা শ্রদ্ধার পাত্র । কিন্তু ভাস্কর্যের বিরুদ্ধে বলাতেই তাদেরকে বলাৎকারকারি বানিয়ে দিলেন ?
বলাৎকারের মতো একটি ঘৃন্য কাজে আলেমদের সম্পৃক্ততা পাওয়া গেলে এর বিরুদ্ধে কঠিন ভাবে দাড়ানো উচিত। কিন্তু একটি সামাজিক ব্যাধিকে সমাজতত্বের নিরিখে না দেখে আপনি গোষ্ঠীতত্বে স্থুল এনালাইজ করলেন ।
আপনিতো হিরো ছিলেনই ।
গণমানস এবং গণ স্বার্থ নিয়ে আপনি নির্মোহ কাজ করেন বলে জানতাম ।কিন্তু একটি সস্থা টাঙোয়ায় চড়ে মেকি স্যালুট নেবার দরকার আপনার ছিলনা । মুর্তি ভাষ্কর্য সমর্থন করে আপনি যে পক্ষ নিয়েছেন সে পক্ষ বহু আগেই আপনাকে ছুড়ে ফেলে
দিয়েছে । বয়সের এই সময়ে এসে আপনাকে আরো পরিণত হওয়া উচিত ছিল ।
----------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ আলোচক গবেষক ও দাঈ।
0 Comments