Recent Tube

বিশ্বনবীর সাথে মুর্তি নিয় মুর্তি পূজারির কথপোকথন।

 
 
বিশ্বনবীর সাথে মূর্তি পূজারি ব্যক্তির কথপোকথন। 


একজন ব্যক্তি  বিশ্বনবীর কাছে ভাঙ্গা মূর্তি নিয়ে এসে হাজির হলেন-
আল্লাহর রাসূল সাঃ বললেন-“তোমার মূর্তি ভাঙ্গা কেন?”
ব্যক্তিটি বললেন-“হুজুর আমি মনে করছি এটা খোদা।”

মহানবী (সা) বললেন-“কি হয়েছে?”
ব্যক্তিটি বললেন-“আমি এর প্রার্থনা করতাম।
এটাকে আমি সকাল বিকাল পূঁজা দিতাম।
আমার সাথে নিয়ে ঘুমাতাম। সফরে গেলে সাথে করে নিয়ে যেতাম।

 আজ এটিকে সাথে করে নিয়ে যাচ্ছি...
রাস্তার পাশে এক জায়গায় রেখে আমি আমার প্রাকৃতিক প্রয়োজন সারতে গিয়েছি...

 এসে দেখি এর সমস্ত শরীর ভেজা।
আমি চিন্তা করলাম দেবতার গায়ে রহমতের পানি ই হবে।

 আমি জিহ্বা দিয়ে চাটতে শুরু করলাম।
চাটতে চাটতে দেখি ভুস্কা দুর্গন্ধ আসছে...
চিন্তা করলাম যদি এটা দেবতার গায়ের
পানি ,রহমতের পানি ই হবে তাহলে এটা পচাঁ দুর্গন্ধ কেনো?

 মূর্তি যেখানে রেখেছি ওইখানে তালাশ
করে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো...
বুঝতে কষ্ট হলোনা দেবতার গায়ে কী পড়ছে...
হুজুর মেজাজটা খারাপ হলো...
মূর্তির পা ধরে আছড়ানো শুরু করলাম...
আছড়াতে আছড়াতে সব ভেঙ্গে ফেললাম...
আমি বুঝতে পারলাম যে, দুনিয়ার হাতে বানানো কোনো কিছু আমার রব হতে পারেনা।

 হাদীসে আছে......এ,
কথা শুনে মহানবী হেসেছিলেন
যাতে তার দন্ত মোবারক বিকশিত হয়েছিল
এবং শরীর মোবারক কেঁপে উঠেছিল......
এরপর ব্যক্তিটি বললেন.....
আমি এসেছি আমাকে তৌহিদ শিখিয়ে দেন।”
মহানবী (সা) শিখিয়ে দিলেন-“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা)।

আল্লাহ আমাদেরক সকলকে তৌহিদ
বুঝার তৌফিক দান করুন। (আমিন)
----------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট । 

Post a Comment

0 Comments