Recent Tube

নাটক সিনেমা ও মিডিয়াতে কাজ করার হুকুম কি❓


প্রশ্ন:-
নাটক সিনেমা ও মিডিয়াতে কাজ করার হুকুম কি❓

উত্তর:-✍️

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

★★ মিডিয়া একটি ব্যাপক বিষয়। তাই আমভাবে মিডিয়াতে কাজ করাকে হারাম বলা যাবে না। যেসব কাজ করা হারাম, সেসব কাজ মিডিয়ায় করাও হারাম। যেসব কাজ এমনিতে জায়েজ সেসব কাজ মিডিয়াতে করাও জায়েজ।

★★ বেগানা ছেলে মেয়েকে দেখা সাক্ষাৎ, অহেতুক কথা ইত্যাদি সবই হারাম কাজ। যা নাটক ও সিনেমা ইত্যাদিতে করা হয়। তাই এসব নাটক সিনেমা, মেয়ে নির্ভর বিজ্ঞাপন হারাম হবার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এমনিতে সংবাদ বা হারাম বিষয় ছাড়া যদি কোনো অনুষ্ঠান করা হয়, তাহলে তা নাজায়েজ নয়।

★★ আর এসব হারাম কাজ মিডিয়ার মাধ্যমে করার দ্বারা গোনাহ আরো বেশি হয়। কারণ এসবের দ্বারা আরো অনেক মানুষকে এসব অশ্লীল প্রেম-ভালোবাসা করার প্রতি আরো অনেক মানুষকে দাওয়াত হচ্ছে। যা সর্বদার জন্য গোনাহে জরিয়া হিসেবে টিকে থাকবে। তাই অভিনেতা ইন্তেকাল করলেও তার অভিনীতো নাটক সিনেমা দেখে যতো মানুষ গোনাহে লিপ্ত হবে, এর একটি পাপের ভাগিদার উক্ত অভিনেতা ও অভিনেত্রী ও পাবে। তাই এসব কাজ থেকে সকল মুসলিমের বিরতো থাকা উচিত।

وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ [٣١:٦] 

 একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবোমানোনাকর শাস্তি। {সূরা লুকমান-৬}

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ اتَّبَعَهُ لا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلالَةٍ فَعَلَيْهِ مِن الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ اتَّبَعَ لا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا

★★ হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতো। রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হিদায়াতের দিকে পথ প্রদর্শন করে, যে ব্যক্তি তার পথ অনুসরণ করবে, তার সওয়াবে কমতি করা ছাড়াই তার সমপরিমাণ সওয়াব পথ প্রদর্শনকারী পাবে। এমনিভাবে যে ব্যক্তি পথভ্রষ্টতার দিকে ডাকবে, এর দ্বারা যে ব্যক্তি গোনাহে লিপ্ত হবে, তার গোনাহের মাঝে কম করা ছাড়াই এর সমোপরিমাণ গোনাহ আহবানকারী পাবে। {মুসনাদে আহমাদ, হাদীস নং-৯১৬০, সহীহ মুসলিম, হাদীস নং-২৬৭৪}

Post a Comment

0 Comments