Recent Tube

চার ইমামের একই কথা কিন্তু তাদের বাস্তবতা ভিন্ন কেন?

চার ইমামের একই কথা কিন্তু তাদের বাস্তবতা ভিন্ন কেন?

চার ইমামের একই কথা হবার পরও তাদের বাস্তবতা বা মতানৈক্যর কারণগুলিনিম্নরূপ-

⭕ সাহাবায়ে কেরাম এবং মুজহাহিদ ইমামগণের মধ্যে ইলমী হিসেবে পার্থক্য হওয়ার বিষয়টি একটি স্বীকৃত বাস্তবতা। এর একটি কারণ এই যে, একটি হাদীসের ইলম কিছু ইমাম অবগত হয়েছেন। আর কতিপয় তা অবগত হন নি। প্রকাশ থাকে যে, যে সকল আলেম হাদীসটির ইলম অর্জন করেন নি তাদের সেই হাদীসের উপর আমল করার প্রশ্নই আসে না। তারা সেই হাদীসের উপর আমল করার ক্ষেত্রে শরঈভাবেও বাধ্য নন।

⭕ হাদীসের ইলম তো হয়েছে। কিন্তু সেটার সহীহ হওয়াকে তারা স্বীকার করেন নি। কিংবা সহীহ সনদের সাথে সেটা তাদের কাছে পৌছে নি।

⭕ হাদীসের শুদ্ধতা ও অশুদ্ধতার শর্তাবলী সম্পর্কে ইমামদের মধ্যে মতানৈক্য ফিকহী মতানৈক্যের অন্যতম কারণ।

⭕ কোন ইমাম হতে বাহ্যিকভাবে কোন হাদীসের বিরোধীতা নযরে আসে তার সম্পর্কে এটারও সম্ভাবনা রয়েছে যে, সেই হাদীসটি তিনি পেয়েছেন। কিন্তু ভুলে গিয়েছেন।

⭕ হাদীসের মধ্যে বুঝের ও ব্যাখ্যায় মতানৈক্য সংঘটিত হওয়া।

⭕ কখনো এটাও মনে করা হয় যে, আলোচ্য হাদীসটি আলোচ্য মাসলার পক্ষে স্পষ্ট দলীল বহন করছে না। কিন্তু কতিপয়ের রায় তার বিপরীত হয়ে থাকে।

⭕ যে হাদীস দ্বারা ইসতিদলাল করা হয় তার বিপরীতে খেয়ালকারী মনে করেন যে, এ হাদীসের বিরুদ্ধে এমন দলীল বিদ্যমান আছে। যদ্বারা প্রতীয়মান হয় যে, এ হাদীস দ্বারা এ মাসলার উপর ইসতিদলাল করা সঠিক নয়।

⭕ কিছু আলেম একটি হাদীসকে অন্য আরেকটি হাদীসের সাথে সাংঘর্ষিক মনে করেন। কিংবা তাদের কাছে উভয়টির মধ্য হতে একটি হাদীস যঈফ কিংবা মানসূখ কিংবা তাবীলকৃত।

⭕ হাদীসের শব্দাবলী আয়েত্বর ক্ষেত্রে ইখতিলাফ হওয়াও পরস্পরের মধ্যে মতানৈক্য সৃষ্টির কারণ।

⭕ নিজের শহর ও দেশের বর্ণনা সমূহ এবং স্বীয় শহরের ইমাম ও ফকীহদের রায়সমূহকে অগ্রাধিকারপ্রাপ্ত মনে করা।আমার যৎসামান্য #উপলব্ধি! !

সম্মানিত #ইমামদের রাহঃ #ঐক্যের আহবানকেই আমরা #বিভক্তির আহবান হিসেবে নিয়ে নিয়েছি!!

সম্মানিত ইমামগন মুসলিম উম্মাহর #ঐক্যবদ্ধ থাকার #মূলনীতি হিসেবে বলেন,,
 إذا صح الحديث فهو مذهبي

অর্থাৎ সহিহ হাদিসই আমার মাযহাব!

অত্যন্ত #দুঃখজনক হলেও সত্য, সম্মানিত ইমামগন দলাদলির ভয়াবহ অবস্থা ও #পরিনতি থেকে উম্মাহকে #বাঁচাতে সহিহ হাদিস আকড়ে ধরাকেই তাদের মত বা মাযহাব বলে ঘোষণা দিলেন আর আমরা চার ইমামকে নিয়ে চারটা দল গ্রুপ হয়ে খন্ডিত হয়ে গেলাম!!

কারণ তারা রাসুলের এই কথা খুবই ভালো করেই উপলব্ধি করেছিলেন,,

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
اَلْجَمَاعَةُ رَحْمَةٌ وَالْفُرْقَةُ عَذَابٌ

ঐক্য রহমত এবং দলাদলী/বিচ্ছিন্নতা আযাব। 
.
[আহমাদ হা/১৮৪৭২; ছহীহাহ হা/৬৬৭; ছহীহুল জামে হা/৩১০৯; হাদীছটি হাসান]

ইমামদের বক্তব্য এটাই প্রমাণ করে যে,,
উম্মাহর ঐক্যবদ্ধ হবার #মূলনীতিই হলো সহিহ হাদিস। অর্থাৎ সবাই যদি সহিহ হাদিস মেনে চলি তাহলে আর দলাদলি হবে না দলাদলি করার সু্যোগও থাকবে না।

ইমামরা ভালো করেই #জানতেন জাল #জয়িফ হাদিসই উম্মাহর ঐক্যকে খন্ড বিখন্ড করে ফেলতে পারে তাই কোন ইমামই #একবারো বলেননি জয়িফ বা জাল হাদিসই আমার মাযহাব বরং সবাই #একবাক্যেই বলেছেন #সহিহ হাদিসই আমার মাযহাব ।

অথচ আমরা ইমামদের এই ঐক্যের আহবান থেকে যোজন যোজন মাইল দুরে সরে আছি!!

আমি আমার যৎসামান্য জ্ঞানে যতটুকু বুঝি তাই শেয়ার করলাম!!

ভুল হলে শুধরে দিলে খুশি হবো...।

Post a Comment

0 Comments