Recent Tube

ইসলামে গালি-গালাজ করার বিধান কি?

      ইসলামে গালি-গালাজ করার   
    বিধান কি?    

      👪
      যারা গালিগালাজ করে তাদের ব্যাপারে আল্লাহ্‌ তায়ালা বলেন, “রহমান এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে (গালিগালাজ/যুক্তিহিন তর্ক), তখন তারা বলে, সালাম।”  [সূরা আল ফুরকানঃ ৬৩]

“যেসব লোক ঈমানদার পুরুষ ও নারীদের বিনা কারণে কষ্ট দেয়, তারা একটা অতি বড়ো মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় উঠিযে নেয়।” [সূরা আহযাবঃ ৫৮]

 ❇️
 “যারা সতী-সাধ্বী, নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকালে ও পরকালে ধিকৃতো এবং তাদের জন্যে রয়েছে গুরুতরো শাস্তি।” [সূরা আন-নূর: ২৩]

 👨‍👩‍👧
   যারা গালিগালাজ করে তাদের ব্যাপারে মহানবী (সাঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমর হতে বর্নিতো, তিনি বলেন, রাসুল্লাহ (সাঃ) বলেছেন: “কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড়ো হলো নিজের পিতা-মাতাকে লানত করা। জিজ্ঞাস করা হলো: হে আল্লাহর রাসুল (সাঃ)! আপন পিতা-মাতাকে কোনো লোক কিভাবে লানত করতে পারে? তিনি বললেন: সে অন্যের পিতাকে গালি দেয়, তখন সে তার পিতাকে গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, তখন সে তার মাকে গালি দেয়।” [সহিহ বুখারি: ৫৯৭৩, সহিহ মুসলিম: ৯০]

   📚হযরত আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাঃ) থেকে বর্ণিতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “মুসলমানদেরকে গালমন্দ করা ফাসেকী আর তাদের বিপক্ষে যুদ্ধ করা কুফরী।” (বুখারী ও মুসলিম)
 হযরত আবু যর (রাঃ) থেকে বর্ণিতো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেনো ফাসেক অথবা কাফের এর অপবাদ না দেয়। কেনোনা সে যদি প্রকৃতই তা না হয়ে থাকে তবে এই অপবাদ তার নিজের ঘাড়ে চেপে আসবে। (বুখারী)

    📘 হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরস্পরকে গালি দানকারীর মধ্যে যে পূর্বে গালি দিয়েছে সে দোষী, যদি নির্যাতিতো (প্রথম যাকে গালি দেওয়া হয়েছে) ব্যক্তি পরিসীমা অতিক্রম না করে থাকে। (মুসলিম)

     ❇️ অর্থাৎ গালির পরিণাম/ফল তখনই প্রথম গালিদাতার উপর পতিতো হবে যখন দ্বিতীয় ব্যক্তি প্রতিউত্তরে সীমালঙ্ঘন না করবে। আর যদি দ্বিতীয় ব্যক্তি প্রতিশোধ নিতে গিয়ে সীমালঙ্ঘন করে ফেলে তাহলে সেও গুনাহে জড়িয়ে পড়লো। প্রথম গালিদাতা এই জন্যে গুনাহগার হবেন যে, সে গালি শুরু করেছে। অর্থাৎ অন্যায়টা তার মাধ্যমে শুরু হয়েছে।

Post a Comment

0 Comments