Recent Tube

আজ ২৫শে জানুয়ারি বাকশাল দিবস। ইবনে যুবাইর।


 আজ ২৫শে জানুয়ারি বাকশাল দিবস। 

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি এই দিনে মাত্র ১১ মিনিটের মধ্যে একদলীয় বাকশালী শাসন কায়েম করা হয়।

এই দিনে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত করে শেখ মুজিব আজীবন নিজেকে রাষ্ট্রপতি ঘোষনা করেন।

এই দিনে বঙ্গবন্ধু এক দলীয় সরকার কায়েম করে দেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগের পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করে নিজেকে এক মহা অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধরে পরিণত করেন।

এই দিনে বাকশাল কায়েমের মধ্য দিয়ে বাক স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করা হয়। শেখ মুজিবের মুখের কথাই তখন দেশের আইনে পরিণত হয়।

এই দিনে একদলীয় শাসন কায়েমের মাধ্যমে মানুষের সব মৌলিক রাজনৈতিক অধিকার অবরুদ্ধ করে ও দেশের সবক’টি সংবাদপত্র বিলুপ্ত করে শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় চারটি দলীয় পত্রিকাকে সাময়িকভাবে প্রকাশনার সুযোগ দেয়া হয়।

এই দিনে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)’ নামে একটি মাত্র রাজনৈতিক দল গঠন করে শেখ মুজিবুর রহমান নিজেকে সেই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়ে সব ক্ষেত্রে একক ক্ষমতার অধিকারী হন। 

বাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে বৈধ ১৪টি রাজনৈতিক দলের সব কয়টিই বিলুপ্ত করা হয়।

নিষিদ্ধ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকেও ।

দীর্ঘ ৪৬ বছর পর আজকের বাংলাদেশেরও সেই একই অবস্থা! তবে দমননীতি আরো বেশী ভয়ানক!
------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments