মাতৃত্ব......
প্রায় অর্ধমাস হলো পুত্রের বাবা হয়েছি। পিতৃত্বের অনুভূতি কেমন তা উপলব্ধি করতে পেরেছি কিনা জানিনা তবে সহধর্মিণীর ‘মাতৃত্ব’কে শুধু অনুভবই করিনি,দু-চোখ দিয়ে দেখার সুযোগও হয়েছে!
বাবা হওয়ার আশায় হৃদয়ে পাষাণ বেঁধে অপারেশন থিয়েটারের ধারালো অস্ত্রের নিচে তাকে সঁপে দিয়েছিলাম । নিস্তব্ধতায় ঘেরা সে ঘরে প্রবেশের পর ওর দু-চোখে যে ভয়,জড়তা আর অসহায়ত্ব আমি দেখেছি তা বর্ণনার ভাষা আমার জানা নেই! প্রিয় এ মানুষটির জন্য তখন আমার হৃদয়ে কতটুকু রক্তক্ষরণ হয়েছিলো তা কেবল অন্তর্যামীই জানেন।
আদরের কন্যা থেকে ভালোবাসার বধু...অতঃপর সন্তানের মমতাময়ী মা;একই নারীর পরিবর্তিত তিনটি সফল চরিত্র। প্রত্যেক নারীই এ তিনটি চরিত্রে মানিয়ে নেয়ার অদ্ভুত সক্ষমতা নিয়ে সৃষ্ট।
অপরদিকে পুত্র-স্বামী কিংবা পিতা প্রতিটি ধাপেই একজন পুরুষ অনমনীয় ও স্বাধীনচেতা,তাই মায়ার বাঁধনে সে সহজে ধরা দেয় না। এজন্যই হয়তো এই ক'দিন ভালো বাবা হতে চেষ্টা করেও পারিনি। মধ্যরাতে যখন বাবু চিৎকার করে কাঁদে কিংবা কাপড় নোংরা করে তখন বিরক্ত হই, রাগও করি,ঘুমের এতটুকু ব্যাঘাত মানতে কষ্ট হয়। অথচ আমার মতোই রক্ত-মাংসে গড়া সহধর্মিণীর হৃদয়ে আল্লাহ কি ঢেলে দিয়েছেন জানিনা, অপারেশনের কাঁচা জখম আর নানান শারীরিক জটিলতা নিয়েই বাবুকে খাওয়ানো,ঘুম পাড়ানো,কান্না থামানো, বারংবার কাপড় পরিবর্তন করছে অথচ চোখে-মুখে বিরক্তির লেশমাত্র নেই! একের পর এক নিদ্রাহীন রাত্রি ওর শরীরে প্রভাব ফেলেছে সত্য কিন্তু তার ‘মাতৃত্ব’কে কাবু করতে পারেনি একটুও। আল্লাহ প্রদত্ত এই মাতৃত্বের শক্তিকে কাবু করা হয়তো আদৌ সম্ভব নয়!
এই গল্পটা শুধু আমার নয় বরং প্রতিটি পরিবারের,পার্থক্য শুধু চরিত্রের নাম ও দৃশ্যায়নে। সব বাবার জীবন সংগ্রামী নাও হতে পারে কিন্তু মাতৃজীবনের প্রতিটি মুহূর্তই সংগ্রামমুখর,আর আমরা প্রত্যেকেই সেই সংগ্রামের এক একটি ফসল!
“পিতার চেয়ে মায়ের মর্যাদা তিনগুণ” কথাটা বহুবার পড়েছি ও শুনেছি কিন্তু নিজে বাবা হওয়ার পর এই বাক্যের তাৎপর্য ও যথার্থতা এখন মনে প্রাণে উপলব্ধি করি!
পারিবারিক জীবনে পিতার অবদানও কম নয়। অসংখ্য কারণ বাদই দিলাম শুধুমাত্র মমতাময়ী মায়ের জন্য হলেও পিতাকে ভালোবাসা উচিত কারণ তাঁরা আমাদের মায়ের ভালোবাসার মানুষ,তাঁদের রক্ষণাবেক্ষণকারী ও দুই জীবনের সাথী। আমাদের জীবনে তাঁদের উভয়ের অবদানের প্রতিদান কেবল আল্লাহই দিতে পারেন! তাই আল্লাহর নিকট আমাদের এই কামনাঃ
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا
ভাবানুবাদঃ “হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন” (সূরা ইসরাঃ২৪)
-----------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক, শিক্ষক, কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments