Recent Tube

হাদীস।

 

এক মুসলিম অন্য মুসলিম ব্যক্তিকে কাফের বলা প্রসঙ্গে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের হাদীস দেখুন;
--------------------------------

  "ইবনে উ'মর (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যাক্তি তার (মুসলিম) ভাইকে ‘কাফের’ বলে তা তাদের উভয়ের একজনের ওপর অবশ্যই বর্তাবে। [সহীহ মুসলিম, প্রথম অধ্যায়ঃ কিতাবুল ঈমান, হাদিস নং- ১২৩],

    আবদুল্লাহ ইবনে দীনার থেকে বর্ণিত। তিনি ইবনে উ'মর (রাঃ) কে বলতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যদি কোন লোক তার (মুসলিম) ভাইকে ‘কাফের’ বলে তা তাদের দু'জনের যে কোন একজনের ওপর পতিত হবে, কুফরী তার দিকেই প্রত্যাবর্তন করবে। [সহীহ মুসলিম, প্রথম অধ্যায়ঃ কিতাবুল ঈমান, হাদিস নং- ১২৪]

Post a Comment

0 Comments