Recent Tube

দ্বীনি শিক্ষা।

 "আল্লাহ্ না করুন" --- কথাটি বলার বিধান কি? 
.

    ইমাম মুহাম্মদ বিন সালিহ আল উসাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, "আমি এই কথাটি বলা অপছন্দ করি। কথাটিতে আল্লাহর উপর কোন কিছু চাপিয়ে দেয়া হচ্ছে বলে মনে হয়। আল্লাহর উপর কোনকিছুই বাধ্যবাধ্যতা নেই। মুহাম্মদূর রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, 

 «لَا يَقُولَنَّ أَحَدُكُمُ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ لِيَعْزِمِ الْمَسْأَلَةَ فَإِنَّهُ لَا مُكْرِهَ لَهُ»
"তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ্! আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, আপনি চাইলে আমাকে রহম করুন। বরং দৃঢ়তার সাথে যেন দু'আ করে এবং কবূলের আশা নিয়ে দু'আ করে। আল্লাহকে বাধ্যকারী কেউ নেই।" --- [স্বহীহুল বুখারী: ৭৪৬৪]।

 অতএব, "আল্লাহ্ না করুন" এর স্থলে "আল্লাহ্ নির্ধারণ না করুন" --- বলা অনেকটা সন্দেহ মুক্ত। না'আম।

গৃহীত: 
[ফাতওয়া আরকানুল ইসলাম: ২৫৮]।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
ইছলাহ' : ইলমের সাথে,  সালাফদের পথে।

Post a Comment

0 Comments