Recent Tube

হাদীস।

      
       গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
    অধ্যায়ঃ ৭৮/ আচার-ব্যবহার 
              (كتاب الأدب)।
           ---  হাদিস নম্বরঃ ৫৯৭৩;

 
৭৮/৪. কোন লোক তার পিতা-মাতাকে গালি দেবে না। 

৫৯৭৩. ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কবীরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের পিতা-মাতাকে লা’নত করা। জিজ্ঞেস করা হলোঃ হে আল্লাহর রাসূল! আপন পিতা-মাতাকে কোন লোক কীভাবে লা’নত করতে পারে? তিনি বললেনঃ সে অন্যের পিতাকে গালি দেয়, তখন সে তার পিতাকে গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, তখন সে তার মাকে গালি দেয়। [মুসলিম ১/৩৮, হাঃ ৯০, আহমাদ ৬৫৪০] (আধুনিক প্রকাশনী- ৫৫৪০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪৩৫)

হাদিসের মানঃ সহীহ। 

Post a Comment

0 Comments