Recent Tube

মাসলা মাসায়েল।

                             
                  মাসলা মাসায়েল। 


 “মহিলাদের জন্য সালাতে পায়ের পাতার উপরিভাগ ঢেকে রাখা #ওয়াজিব/আবশ্যক” এটা অধিকাংশ বিদ্বানদের মত।
দলীলঃ
وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ - صلى الله عليه وسلم - أَتُصَلِّي الْمَرْأَةُ فِي دِرْعٍ وَخِمَارٍ، بِغَيْرِ إِزَارٍ? قَالَ: «إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا» أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَ الْأَئِمَّةُ وَقْفَهُ

  উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞেস করেছিলেন, মেয়েরা কি জামা ও ওড়না পরে সলাত আদায় করতে পারবে? তিনি বললেন, হাঁ, পারবে- যদি জামা দ্বারা #পায়ের_পাতা পর্যন্ত ঢাকা যায়”।

  ইমাম আবু হানিফা,ইবনে তাইমিয়াহ ও ইবনে উছাইমিনের (রহঃ) মতে ঢাকা ওয়াজিব নয়।
সুতরাং বিতর্কের উর্ধ্বে থেকে পা ঢাকা নিঃসন্দেহে উত্তম ও নিরাপদ অবস্থান।  ইংরেজি লিংকঃshorturl.at/fgsEJ

  বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান বিন বায রহঃ কে জিজ্ঞাসা করা হয়েছিলো, যদি কোন নারী পায়ের পাতার উপরিভাগ না ঢেকে সালাত আদায় করে তার সেই নামাজ বিশুদ্ধ  হবে কি?
তিনি জবাব দিয়েছেন, “(না), তাকে পুনরায় (পা ঢেকে) সালাত আদায় করতে হবে” লিংকঃ shorturl.at/cAQV9

 পা ঢাকার ক্ষেত্রে লম্বা ম্যাক্সি,জামা,পেটিকোট,স্কার্ট কিংবা মোজা সহ বাড়তি যে কোন পোশাক ব্যবহার করা যেতে পারে। লিংকঃ shorturl.at/atvM8

 আরও জানতে দেখুনঃ
আরবি-shorturl.at/dxJZ7
ইংরেজিঃ shorturl.at/jBCQ5

 দুঃখজনক হলেও সত্য এদেশের অধিকাংশ নারী এ ব্যাপারে ওয়াকিবহাল নয়। নিজে সচেতন হোন,নিকটতমদের সতর্ক করুন।

Post a Comment

0 Comments