Recent Tube

ভয়, শামীম আজাদ।


                         
                                    ;



আত্তাকুল্লাহ’ আল্লাহকে ভয় কর

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺣَﻖَّ ﺗُﻘَﺎﺗِﻪِ ﻭَﻻ ﺗَﻤُﻮﺗُﻦَّ ﺇِﻻ ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻣُﺴْﻠِﻤُﻮﻥَ
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, যথাযথভাবে ভয় কর আর তোমরা মুসলিম
হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না।
সূরা আলে‘ইমরানঃ ১০২

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻗُﻮﻟُﻮﺍ ﻗَﻮْﻻ ﺳَﺪِﻳﺪًﺍ ﻳُﺼْﻠِﺢْ ﻟَﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﻟَﻜُﻢْ ﻭَﻳَﻐْﻔِﺮْ ﻟَﻜُﻢْ ﺫُﻧُﻮﺑَﻜُﻢْ ﻭَﻣَﻦْ ﻳُﻄِﻊِ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﻓَﻘَﺪْ ﻓَﺎﺯَ ﻓَﻮْﺯًﺍ ﻋَﻈِﻴﻤًﺎ
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর আর সঠিক কথা বল। তিনি তোমাদের জন্য
তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলোক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তিআল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে,সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল।
সূরা আহযাবঃ ৭০-৭১
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻛُﻮﻧُﻮﺍ ﻣَﻊَ ﺍﻟﺼَّﺎﺩِﻗِﻴﻦَ
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।
সূরা তাওবাঃ ১১৯

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻟْﺘَﻨْﻈُﺮْ ﻧَﻔْﺲٌ ﻣَﺎ ﻗَﺪَّﻣَﺖْ ﻟِﻐَﺪٍﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺧَﺒِﻴﺮٌ ﺑِﻤَﺎ ﺗَﻌْﻤَﻠُﻮﻥَ
হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর, প্রত্যেক
ব্যক্তি যেন চিন্তা করেআগামীকালের জন্য কী অগ্রীম প্রেরণকরেছে আর আল্লাহকে ভয় কর, নিশ্চয়তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহপুরোপুরি অবহিত।
সূরা হাশরঃ ১৮

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺍﺑْﺘَﻐُﻮﺍ ﺇِﻟَﻴْﻪِ ﺍﻟْﻮَﺳِﻴﻠَﺔَ ﻭَﺟَﺎﻫِﺪُﻭﺍﻓِﻲ ﺳَﺒِﻴﻠِﻪِ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর, তাঁরনৈকট্য লাভের উপায় সন্ধান কর এবংতাঁর পথে জেহাদ কর যেন তোমরাসফলকাম হতে পার। 
সূরা মায়েদাঃ ৩৫

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺻْﺒِﺮُﻭﺍ ﻭَﺻَﺎﺑِﺮُﻭﺍ ﻭَﺭَﺍﺑِﻄُﻮﺍ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে মুমিনগণ, ধৈর্য্ ধারণ কর ও ধৈর্যেঅটল থাক আর (শত্রুর মোকাবেলায়)প্রস্তুত থাক আর আল্লাহকে ভয় কর যেনতোমরা সফলকাম হতে পার।
সূরা আলে‘ইমরানঃ ২০০

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﻻ ﺗُﻘَﺪِّﻣُﻮﺍ ﺑَﻴْﻦَ ﻳَﺪَﻱِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺭَﺳُﻮﻟِﻪِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍﺍﻟﻠَّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺳَﻤِﻴﻊٌ ﻋَﻠِﻴﻢٌ
হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর
রাসূলের আগে বেড়ে যেয়ো নাএবং আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহসর্বশ্রোতা, সর্বজ্ঞ।
সূরা আল-হুজুরাতঃ ১

ﺇِﻧَّﻤَﺎ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﺇِﺧْﻮَﺓٌ ﻓَﺄَﺻْﻠِﺤُﻮﺍ ﺑَﻴْﻦَ ﺃَﺧَﻮَﻳْﻜُﻢْ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْﺗُﺮْﺣَﻤُﻮﻥَ
নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই সুতরাং
তোমাদের ভাইদের মাঝে মীমাংসাকরে দাও আর আল্লাহকে ভয় কর, যাতে
তোমরা রহমত প্রাপ্ত হয়।
সূরা আল-হুজুরাতঃ১০

ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻣَﺎ ﺍﺳْﺘَﻄَﻌْﺘُﻢْ ﻭَﺍﺳْﻤَﻌُﻮﺍ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﺍ ﻭَﺃَﻧْﻔِﻘُﻮﺍ ﺧَﻴْﺮًﺍﻷﻧْﻔُﺴِﻜُﻢْ ﻭَﻣَﻦْ ﻳُﻮﻕَ ﺷُﺢَّ ﻧَﻔْﺴِﻪِ ﻓَﺄُﻭﻟَﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟْﻤُﻔْﻠِﺤُﻮﻥَ
কাজেই তোমরা আল্লাহকেতোমাদের সাধ্যমত ভয় কর আর (তাঁরবাণী) শ্রবণ কর ও (তাঁর) আনুগত্য কর এবং(তাঁর পথে) ব্যয় কর, এটাই তোমাদেরনিজেদেরই জন্য কল্যাণকর আর যারা
মনের সংকীর্ণতা থেকে রক্ষা পেলতবে তারাই সফলকাম।
সূরা তাগাবুনঃ ১৬
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺍﺗَّﻖِ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻻ ﺗُﻄِﻊِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ ﻭَﺍﻟْﻤُﻨَﺎﻓِﻘِﻲﻥَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَﻛَﺎﻥَ ﻋَﻠِﻴﻤًﺎ ﺣَﻜِﻴﻤًﺎ
হে নবী, আল্লাহকে ভয় করুন আর কাফির
ও মুনাফেকদের আনুগত্য করবেন না নিশ্চয়আল্লাহ হলেন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
সূরা আল-আহযাবঃ ১

চলবে............

Post a Comment

0 Comments