Recent Tube

দ্বীনি শিক্ষা।



     একটা খেজুরের আঁটি হাতে নিন। দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত। এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে। তারপর পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে।

  এবার নিচের আয়াত তিনটা মনযোগ দিয়ে লক্ষ করুন।

১। 
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺗَﺪْﻋُﻮﻥَ ﻣِﻦ ﺩُﻭﻧِﻪِ ﻣَﺎ ﻳَﻤْﻠِﻜُﻮﻥَ ﻣِﻦ ﻗِﻄْﻤِﻴﺮٍ ( ﻓﺎﻃﺮ : ١٣ )
“আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের তুচ্ছ আঁটির আবরণেরও অধিকারী নয়।“
সূরা ফাতিরঃ ১৩
এখানে ‘ক্বিতমির’ (ﻗِﻄْﻤِﻴﺮٍ) শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি বেষ্টিত থাকে।

২।
ﻓَﻤَﻦْ ﺃُﻭﺗِﻲَ ﻛِﺘَﺎﺑَﻪُ ﺑِﻴَﻤِﻴﻨِﻪِ ﻓَﺄُﻭﻟَٰﺌِﻚَ ﻳَﻘْﺮَﺀُﻭﻥَ ﻛِﺘَﺎﺑَﻬُﻢْ ﻭَﻟَﺎ ﻳُﻈْﻠَﻤُﻮﻥَ ﻓَﺘِﻴﻼ ‏(ﺍﻹﺳﺮﺍﺀ : ٦١ )
“যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবেনা।“
সূরা বনি ইসরাইলঃ ৭১
আর এখানে ‘ফাতিল’( ﻓَﺘِﻴﻼ) হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়।

৩।
ﻭَﻣَﻦ ﻳَﻌْﻤَﻞْ ﻣِﻦَ ﺍﻟﺼَّﺎﻟِﺤَﺎﺕِ ﻣِﻦ ﺫَﻛَﺮٍ ﺃَﻭْ ﺃُﻧﺜَﻰٰ ﻭَﻫُﻮَ ﻣُﺆْﻣِﻦٌ ﻓَﺄُﻭﻟَٰﺌِﻚَ ﻳَﺪْﺧُﻠُﻮﻥَ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻭَﻟَﺎ ﻳُﻈْﻠَﻤُﻮﻥَ ﻧَﻘِﻴﺮًﺍ ‏( ﺍﻟﻨﺴﺎﺀ : ١٢٤ )
কোনো পুরুষ কিংবা নারী ঈমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবেনা।“
সূরা নিসাঃ ১২৪
আর এখানে ‘নাক্বির’(ﻧَﻘِﻴﺮًﺍ)  মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সুক্ষ বিন্দুটি।

سُبْحَانَ اللَّهِ
কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ তাআ'লা !

আয়াতগুলো পড়ে কয়েকটা খেজুরের আঁটি দেখে আয়াতের সাথে মিলিয়ে নিন। কোনো কিছুই এর বাইরে যায়নি। আল্লাহ যেমন বলেছেন ঠিক সেভাবেই আছে।

فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ 
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?  
সূরা আর রহমানঃ ১৩

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ الْعَظِيمِ
আল্লাহ্‌র প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি”।

Post a Comment

0 Comments