গীবত করার ক্ষেত্রে আল্লাহকে ভয়
কর
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺟْﺘَﻨِﺒُﻮﺍ ﻛَﺜِﻴﺮًﺍ ﻣِﻦَ ﺍﻟﻈَّﻦِّ ﺇِﻥَّ ﺑَﻌْﺾَ ﺍﻟﻈَّﻦِّﺇِﺛْﻢٌ ﻭَﻻ ﺗَﺠَﺴَّﺴُﻮﺍ ﻭَﻻ ﻳَﻐْﺘَﺐْ ﺑَﻌْﻀُﻜُﻢْ ﺑَﻌْﻀًﺎ ﺃَﻳُﺤِﺐُّ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﺃَﻥْﻳَﺄْﻛُﻞَ ﻟَﺤْﻢَ ﺃَﺧِﻴﻪِ ﻣَﻴْﺘًﺎ ﻓَﻜَﺮِﻫْﺘُﻤُﻮﻩُ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﻮَّﺍﺏٌﺭَﺣِﻴﻢٌ
হে মুমিনগণ! তোমরা অত্যাধিকধারণা করা থেকে বেঁচে থাক, নিশ্চয়কতক ধারণা পাপ; আর তোমরা কারোদোষ সন্ধান করো না এবং তোমরাএকে অপরের গীবত করো না;তোমাদের কেউ কি তার মৃত ভাইয়েরমাংস খেতে পছন্দ করবে? আসলেতোমরা তো একে ঘৃণাই কর এবং
আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ তওবা
কবুলকারী, পরম দয়ালু।
সূরা আল-হুজুরাতঃ ১২
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments