Recent Tube

যারা আল্লাহকে ভয় করে না তারা অহঙ্কারী। শামীম আজাদ।

ভয়;

 যারা আল্লাহকে ভয় করে না তারা অহঙ্কারী 


 ﻭَﺇِﺫَﺍ ﻗِﻴﻞَ ﻟَﻪُ ﺍﺗَّﻖِ ﺍﻟﻠَّﻪَ ﺃَﺧَﺬَﺗْﻪُ ﺍﻟْﻌِﺰَّﺓُ ﺑِﺎﻹﺛْﻢِ ﻓَﺤَﺴْﺒُﻪُ ﺟَﻬَﻨَّﻢُﻭَﻟَﺒِﺌْﺲَ ﺍﻟْﻤِﻬَﺎﺩُ
আর যখন তাকে বলা হয়, ‘আল্লাহকে ভয়কর’, তখন তার অহঙ্কার তাকে পাপের দিকে আকর্ষণ করে সুতরাং তার জন্যজাহান্নাম যথেষ্ট আর তা অবশ্যইনিকৃষ্টতর আবাস। 
সূরা বাকারাঃ ২০৬

 ﻭَﻟِﻠَّﻪِ ﻣَﺎ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﻣَﺎ ﻓِﻲ ﺍﻷﺭْﺽِ ﻭَﻟَﻘَﺪْ ﻭَﺻَّﻴْﻨَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَﺃُﻭﺗُﻮﺍ ﺍﻟْﻜِﺘَﺎﺏَ ﻣِﻦْ ﻗَﺒْﻠِﻜُﻢْ ﻭَﺇِﻳَّﺎﻛُﻢْ ﺃَﻥِ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺇِﻥْ ﺗَﻜْﻔُﺮُﻭﺍ ﻓَﺈِﻥَّﻟِﻠَّﻪِ ﻣَﺎ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﻣَﺎ ﻓِﻲ ﺍﻷﺭْﺽِ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﻏَﻨِﻴًّﺎ ﺣَﻤِﻴﺪًﺍ
 আর আসমানসমূহে যা আছে আর যমীনেযা আছে সবই আল্লাহর জন্য এবং নিশ্চয়
তোমাদের পূর্বে যাদেরকে কিতাবদেয়া হয়েছে তাদেরকে আরতোমাদেরকে আমি শুধুমাত্র নির্দেশদিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয়কর যদি তোমরা কুফরী কর তাহলেআসমানসমূহে যা আছে আর যমীনে যাআছে সবই আল্লাহর জন্য আর আল্লাহঅভাবহীন, প্রসংসিত।
সূরা নিসাঃ ১৩১।
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments