Recent Tube

কারা আল্লাহকে ভয় করে?
    কারা আল্লাহকে ভয় করে? 


ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﺒَﻠِّﻐُﻮﻥَ ﺭِﺳَﺎﻻﺕِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻳَﺨْﺸَﻮْﻧَﻪُ ﻭَﻻ ﻳَﺨْﺸَﻮْﻥَ ﺃَﺣَﺪًﺍ ﺇِﻻﺍﻟﻠَّﻪَ ﻭَﻛَﻔَﻰ ﺑِﺎﻟﻠَّﻪِ ﺣَﺴِﻴﺒًﺎ
  তারা (নবীগণ) আল্লাহর বাণী প্রচারকরত আর তাঁকে ভয় করত এবং আল্লাহছাড়া কাউকে ভয় করত না, হিসাবগ্রহণে আল্লাহই যথেষ্ট। 
সূরা আহযাবঃ ৩৯

ﺇِﻧَّﻤَﺎ ﻳَﺨْﺸَﻰ ﺍﻟﻠَّﻪَ ﻣِﻦْ ﻋِﺒَﺎﺩِﻩِ ﺍﻟْﻌُﻠَﻤَﺎﺀُ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻋَﺰِﻳﺰٌ ﻏَﻔُﻮﺭٌ
 আল্লাহর বান্দাদের মধ্যে কেবলজ্ঞানীরাই তাঁকে ভয় করে, নিশ্চয়আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা ফাত্বিরঃ ২৮

ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺼِﻠُﻮﻥَ ﻣَﺎ ﺃَﻣَﺮَ ﺍﻟﻠَّﻪُ ﺑِﻪِ ﺃَﻥْ ﻳُﻮﺻَﻞَ ﻭَﻳَﺨْﺸَﻮْﻥَ ﺭَﺑَّﻬُﻢْﻭَﻳَﺨَﺎﻓُﻮﻥَ ﺳُﻮﺀَ ﺍﻟْﺤِﺴَﺎﺏِ
  আর আল্লাহ যেসব সম্পর্ক অক্ষুন্ন রাখার আদেশ দিয়েছেন, তারা যে সম্পর্কঅক্ষুন্ন রাখে এবং তারা তাদের রববেভয় করে আর তারা ভয়াবহ হিসাবকে ভয়করে। 
সূরা রাদঃ ২১

ﻳَﺨَﺎﻓُﻮﻥَ ﺭَﺑَّﻬُﻢْ ﻣِﻦْ ﻓَﻮْﻗِﻬِﻢْ ﻭَﻳَﻔْﻌَﻠُﻮﻥَ ﻣَﺎ ﻳُﺆْﻣَﺮُﻭﻥَ ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻠَّﻪُ ﻻ ﺗَﺘَّﺨِﺬُﻭﺍ ﺇِﻟَﻬَﻴْﻦِ ﺍﺛْﻨَﻴْﻦِ ﺇِﻧَّﻤَﺎ ﻫُﻮَ ﺇِﻟَﻪٌ ﻭَﺍﺣِﺪٌ ﻓَﺈِﻳَّﺎﻱَ ﻓَﺎﺭْﻫَﺒُﻮﻥِ
    তারা তাদের উপরে তাদের রবকে ভয় করে আর তারা তাই করে যা তাদের আদেশ দেয়া হয়। আর আল্লাহ বলেছেন,তোমরা দুই ইলাহ গ্রহণ কর না, তিনিইকেবল একমাত্র ইলাহ, সুতরাং তোমরা শুধুমাত্র আমাকেই ভয় কর।
সূরা নাহলঃ ৫০-৫১
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments