Recent Tube

সূর্যোদয়ের ঠিক আগ মূহুর্তে ঘুম থেকে জাগলে কিভাবে ফরজ সালাত আদায় করতে হয়?আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

 




 সূর্যোদয়ের ঠিক আগ মূহুর্তে ঘুম থেকে জাগলে কিভাবে ফরজ সালাত আদায় করতে হয়?


প্রশ্ন:
 ক) যদি কখনও ফজরের সূর্যোদয়ের ঠিক আগ মূহুর্তে ঘুম ভাঙ্গে তখনই কি অযু করে সালাত আদায় করবো? নাকি ১৫-২০ মিনিট পরে আদায় করব? 
খ) যদি সময় না থাকে তবে কি আগে ফরজ সালাত আদায় করে নিয়ে পরে সুন্নত আদায় করলে হবে যদিও তখন নামাযের নিষিদ্ধ সময় থাকে?

 উত্তর:
 ক) সূর্যোদয়ের ঠিক আগ মূহুর্তে ঘুম ভাঙ্গলে কাল বিলম্ব না করে সালাত পড়বে। এ ক্ষেত্রে ১৫/২০ মি: অপেক্ষা করার প্রয়োজন নাই। কারণ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
مَنْ نَسِيَ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا
“যে ব্যক্তি ছালাত আদায় না করে ঘুমিয়ে পড়ে অথবা ভুলে যায়, সে যেন ইহা আদায় করে যখনই স্মরণ হবে।” (সহীহ মুসলিম)
এখানে বলা হয়েছে, যখনই স্বরণ হবে তখনই তা আদায় করে নিবে। এখানে বিলম্ব করার অনুমতি দেয়া হয় নি। আর এটা যেহেতু তার স্কন্ধে অর্পিত দায়িত্ব সেহতেু যত্ক্ষণ তা আদায় না করা হবে ততক্ষণ দায়িত্ব থেকে মুক্তি পাবে না। বিলম্ব করতে গিয়ে যদি সালাত আদায় করার পূর্বেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাহলে কাজা নামায কাঁধে নিয়েই সে মৃত্যু বরণ করল। আল্লাহ ক্ষমা করুন।
তাই অনতিবিলম্বে তা আদায় করতে হবে যদিও তা নিষিদ্ধ সময়ে হয়।

  খ) কাযা আদায় করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি হল, আগে সুন্নত আদায় করবে তারপর ফরজ পড়বে। কেননা, এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সকল সফর সঙ্গী সাহাবী প্রচণ্ড ক্লান্তিতে ঘুমের কোলে ঢলে পড়ায় সকলের ফজরের সালাত কাযা হয়ে গিয়েছিল। পরে তাঁরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উক্ত স্থান থেকে একটু দূরে গিয়ে আযান দিয়ে আগে সুন্নত তারপর ফরজ আদায় করেছিলেন। (সহীহ মুসলিম ২/১৪০)
--------------------------------- 
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার।

Post a Comment

0 Comments