Recent Tube

রব নামটির অর্থ ও ব্যাখ্যা, এ নামটি কুরআনে কতবার এসেছে? বিস্তারিতঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল






প্রশ্ন: রব নামটির অর্থ ও ব্যাখ্যা কি? এ নামটি কুরআনে কতবার এসেছে? বিস্তারিত জানতে চাই।
  ----------------◄✪✪►-------------- 
উত্তর: 
▪ রব الرَّبُّ শব্দের অর্থ: প্রভু, প্রতিপালক, স্রষ্টা, পরিচালক, মালিক, অধিপতি ইত্যাদি।
▪ব্যাখ্যা: 
এটি মহান আল্লাহর একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ নাম।

    তিনি সমগ্র বিশ্বচরাচরের স্রষ্টা, অধিপতি, পরিচালক এবং প্রতিপালক। তিনি সৃষ্টি জগতকে অসংখ্য নিয়ামত সহকারে প্রতিপালন করেন আর তার প্রিয়ভাজনদেরকে এমনভাবে প্রতিপালন করেন যেন তাদের অন্তরগুলো সঠিক পথে প্রতিষ্ঠিত থাকে।

   তিনিই সৃষ্টিকুলকে তাঁর নেয়ামতরাজি দিয়ে প্রতিপালন করেন, তাদেরকে ধীরে ধীরে গড়ে তোলেন। তিনি মুমিন বন্ধুদের অন্তর যেভাবে সংশোধন হয় সেভাবে যত্নসহকারে লালন-পালন করেন। তিনিই মালিক, স্রষ্টা, নেতা ও পরিচালক।

 ❑ কুরআনে এ নামটি ৯০০ বার উল্লেখিত হয়েছে।
❑ যেমন, আল্লাহ তায়ালা বলেন:
 الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ
 “যাবতীয় প্রশংসা আল্লাহ তায়ালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।” (সূরা ফাতিহা: ২) 
আল্লাহু আলাম।
---------------◄✪✪►---------------------
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল 
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

0 Comments