Recent Tube

নবীগণের আহবান ছিল, তোমরা আল্লাহকে ভয় কর। শামীম আজাদ।
নবীগণের আহবান ছিল, তোমরা আল্লাহকে ভয় কর।

ﻭَﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﺇِﺫْ ﻗَﺎﻝَ ﻟِﻘَﻮْﻣِﻪِ ﺍﻋْﺒُﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺍﺗَّﻘُﻮﻩُ ﺫَﻟِﻜُﻢْ ﺧَﻴْﺮٌ ﻟَﻜُﻢْﺇِﻥْ ﻛُﻨْﺘُﻢْ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
স্মরণ কর, যখন ইব্রাহীম তাঁর সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর এবাদত করআর তাঁকেই ভয় কর, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে।
সূরা আনকাবুতঃ ১৬

ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﻥِ
(নূহ বলেছিল) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর।
সূরা শু‘আরাঃ ১০৮, ১১০

ﺃَﻥِ ﺍﻋْﺒُﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺍﺗَّﻘُﻮﻩُ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﻥِ
(নূহ বলেছিল) এই বিষয় যে, তোমরা আল্লাহর ইবাদত কর, তাঁকে ভয় কর এবং
আমার অনুসরণ কর।
সূরা নূহঃ ৩
ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﻥِ
(হুদ বলেছিল) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর।
সূরা শু‘আরাঃ ১২৬

ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟَّﺬِﻱ ﺃَﻣَﺪَّﻛُﻢْ ﺑِﻤَﺎ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
(হুদ বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর।আর তাঁকে ভয় কর যিনি তোমাদেরকে নেয়ামত দিয়েছেন, যা তোমাদের জানা আছে। 
সূরা শু‘আরাঃ ১৩১-১৩২

ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﻥِ
(সালেহ বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর।
সূরা শু‘আরাঃ ১৪৪, ১৫০
ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﻥِ
(লুত বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর।
সূরা শু‘আরাঃ ১৬৩
ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻻ ﺗُﺨْﺰُﻭﻥِ
(লুত বলেছিল) আর আল্লাহকে ভয় কর আর আমার লাঞ্জিত কর না। 
সূরা হিজরঃ৬৯
ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﻥِ
(শুয়াইব বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর।
সূরা শু‘আরাঃ ১৭৯
ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴﻌُﻮﻥِ
(ঈসা বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর।
সূরা যুখরুফঃ ৬৩
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments