Recent Tube

অন্তর প্রশান্তকারী হাদিস; সম্পাদনা: তালহা আবু।





 আলহামদুলিল্লাহ! ;
অন্তর প্রশান্তকারী হাদিস


    হাশরের দিন এমন কিছু মানুষ থাকবে, দুনিয়াতে যার দুআ আল্লাহ তাআলা কবুল করতেন না। তবুও সে ঐ দুআ নিয়মিত করতে থাকতো। শেষ বিচারের দিন সে দেখবে এক বিশাল পুরস্কারের পাহাড়। সে অবাক হয়ে ঐ পুরস্কারটা দেখবে এবং চিন্তা করবে, আমি তো জীবনে এমন কিছু করিনি যে এ পুরস্কারটা পাব। নিশ্চয়ই এটা অন্য কারো। কিন্তু দীর্ঘ সময় পরেও যখন এটা কেউ দাবি করতে আসবে না তখন সে আল্লাহ তা'আলাকে ডেকে বলবে,

√ ইয়া আল্লাহ! 
√ বলো হে আমার বান্দা!
√ এ পুরস্কারটা কার জন্য?
√ তোমার জন্য।
√ কী?!!! আমার জন্য?!!!!
√ হ্যাঁ, তোমার জন্য।
√ কিন্তু আমি তো এ পুরস্কার পাওয়ার মত কোন আমল করিনি।
√ তুমি দুনিয়ায় থাকাকালীন একটা বিষয়ে আমার কাছে নিয়মিত দুআ করতে। কিন্তু আমি তোমার সে দুআ কবুল করতাম না। তবুও তুমি দুআ করা থামাতে না। আজ সে দুআর প্রতিদানই তুমি পাচ্ছ।

♦ তখন সে ব্যক্তি আবেগাপ্লুত হয় বলবে,

     ও আল্লাহ! ও আল্লাহ! আপনি যদি দুনিয়ায় আমার কোন দুআই কবুল না করতেন, কতই না ভালো হত!!!
[ মুসনাদে আহমাদ ]

Post a Comment

0 Comments