Recent Tube

আল কুরআন।




                
                         সূরা হিজর, 

   সূরা নম্বরঃ ১৫
 আয়াত নম্বরঃ ৮৫,
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ‌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيْلَ
    আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী। সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে উহাদেরকে ক্ষমা কর।

  আয়াত নম্বরঃ ৮৬,
اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ
  নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা, মহাজ্ঞানী।

 আয়াত নম্বরঃ ৮৭,
وَلَـقَدْ اٰتَيْنٰكَ  سَبْعًا مِّنَ الْمَـثَانِىْ وَالْـقُرْاٰنَ الْعَظِيْمَ
    আমি তো তোমাকে দিয়াছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়াছি মহান কুরআন।

  আয়াত নম্বরঃ ৮৮,
لَا تَمُدَّنَّ  عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ  عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِيْنَ
     আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ-বিলাসের যে উপকরণ দিয়াছি, তাহার প্রতি তুমি কখনও তোমার চক্ষুদ্বয় প্রসারিত করিও না। তাহাদের জন্য তুমি দুঃখ করিও না; তুমি মু'মিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত কর,

   আয়াত নম্বরঃ ৮৯,
وَقُلْ اِنِّىْۤ اَنَا  النَّذِيْرُ الْمُبِيْنُ‌ۚ
এবং বল, আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী।'

  আয়াত নম্বরঃ ৯০,
كَمَاۤ اَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِيْنَۙ
  যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর;

   আয়াত নম্বরঃ ৯১,
الَّذِيْنَ جَعَلُوا الْـقُرْاٰنَ عِضِيْنَ
  যাহারা কুরআনকে বিভিন্ন ভাবে বিভক্ত করিয়াছে।

   আয়াত নম্বরঃ ৯২,
فَوَرَبِّكَ لَـنَسْــَٔلَـنَّهُمْ  اَجْمَعِيْنَۙ
সুতরাং শপথ তোমার প্রতিপালকের! আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই,

    আয়াত নম্বরঃ ৯৩,
عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ
সেই বিষয়ে, যাহা উহারা করে।

      আয়াত নম্বরঃ ৯৪,
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ
   অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদেরকে উপেক্ষা কর।

   আয়াত নম্বরঃ ৯৫,
اِنَّا كَفَيْنٰكَ الْمُسْتَهْزِءِيْنَۙ
  আমিই যথেষ্ট তোমার জন্য বিদ্রূপকারীদের বিরুদ্ধে,

   আয়াত নম্বরঃ ৯৬,
الَّذِيْنَ  يَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ۚ فَسَوْفَ يَعْلَمُوْنَ
   যাহারা আল্লাহর সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করিয়াছে। সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে।
   
     আয়াত নম্বরঃ ৯৭,
وَلَـقَدْ نَـعْلَمُ  اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ
   আমি তো জানি, উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয়;

    আয়াত নম্বরঃ ৯৮,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ  مِّنَ السّٰجِدِيْنَۙ
    সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তুমি সিজ্দাকারীদের অন্তর্ভুক্ত হও;

    আয়াত নম্বরঃ ৯৯,
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ
   তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর।




Post a Comment

0 Comments