Recent Tube

ফিলিস্তিন সংকট সমাধানে আমার দেয়া তিন দফা প্রস্তাব: জিয়াউল হক।






 







 
ফিলিস্তিন সংকট সমাধানে আমার দেয়া তিন দফা প্রস্তাব:
--------------------------------- 
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত ‘মসজিদুল আকসা: অতিত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে ফিলিস্তিনিদেরকে দখলদার ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে রক্ষার জন্য সকল সম্মানিত আলোচক এবং বাংলাদেশে নিযুক্ত প্যালেষ্টাইনের মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে সকলকে প্রদত্ত আমার তিন দফা প্রস্তাবনা ছিল এরকম;

এক- ফিলিস্তিনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে যতদিন না জাতিসংঘের পাশকৃত রেজুলেশনসমূহ এবং ইসরাইল ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন না হচ্ছে এবং

দুই- আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সৈন্যদের নেয়া হবে বিশ্বের ৫৬টি মুসলিম দেশ হতে, এবং তা বাস্তবায়িত হবে জাতিসংঘের তত্তাবধানে।

তিন-  বিশ্বের প্রত্যেক সচেতন ও বিবেকবান ব্যক্তি এবং প্রত্যেক মুসলমান ও মুসলিম দেশসমুহের সরকার, বেসরকারী প্রতিষ্ঠানসহ সকলে সর্বপ্রকার মাধ্যম ব্যবহার করে ফিলিস্তিনিদের উপরে চলমান নির্যাতন ও সন্ত্রাসের ব্যাপারে সোচ্চার থাকবেন। কোনমতেই বিষয়টিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হতে সরে যেতে দেয়া হবে না, যেন বিশ্বজনমত এবং বিশেষ করে, আমেরিকার জনমত ইসরাইলের বিপক্ষে চলে যায়, বিশ্ববাসী সচেতন হয় এবং পশ্চিমা দেশসমুহের সরকারগুলোর পক্ষে স্থানীয় জনমতকে উপেক্ষা করাটা অসম্ভব হয়ে পড়ে
--------------------------------- 
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার ইতিহাস বিশ্লেষক গবেষক এবং  ইংল‍্যান্ডের বেসরকারী একটি  মানসিক হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ও লেখক, ইংল‍্যান্ড।

Post a Comment

0 Comments