Recent Tube

মরুভূমির হাতছানি...৩৪ ---মুহিউল ইসলাম মাহিম চৌধুরী।





             

  মরুভূমির হাছানি....
                        পর্ব-৩৪ ;


 হজ্ব ভ্রমণ ১৭;

 মক্কা রয়াল ক্লক টাওয়ার---
পবিত্র বাইতুল হারামের মাত্র ৫০ মিটার দূরে, আব্দুল আজিজ গেটের পাশে যে দৃষ্টিনন্দন ঘড়িসহ ৬০১ মিটার উচ্চতা ও ১৩০ ফুট ব্যাস র্নিয়ে সুুরম্য টাওয়ারটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তা পৃথিবীর বৃহত্তম টাওয়ার(ফ্লোরের। দিক থেকে) । আর এই ঘড়িটি হচ্ছে বর্তমান বিশ্বের বৃহত্তম ঘড়ি । মক্কা নগরীর প্রায় ত্রিশ কিলোমিটার দূরত্ব থেকে চতূর্মুখী এই ঘড়িটি দেখা যায়  তাছাড়া দিনে ১৭ কিলোমিটার এবং রাতে ১২ কিলোমিটার দূরত্বে দাঁড়িয় সময় নির্ণয় করা যায় । এই ঘড়িটির দিকে তাকিয়ে সময়ের নির্দেশনা পেয়ে যান কা'বা শরীফের তাওয়াফরত আল্লাহর মেহমানরা ।

    পৃথিবীর বৃহত্তম এ ঘড়িটিতে ৯০ মিলিয়ন রঙ্গিন কাঁচের টুকরো এবং ০২ মিলিয়ন লিডলাইট ব্যবহার করা হয়েছে । ব্যবহার করা হয়েছে সাদা ও সবুজ রঙ্গের একুশ হাজার বাতি।  চারপাশে বড় শিলার উপরে শৈল্পিক কারুকার্যে অলংকরণ করে রাজাধিরাজ  ''আল্লাহ'' নামটি লিখা হয়েছে যা শহরের চারপাশ থেকে একই রকম দেখা যায় । প্রতি ওয়াক্ত নামাজের সময় ত্রিশ কিলোমিটার পর্যন্ত ফ্লাশলাইটের আলো ফেলে নামাজের ইঙ্গিত দেওয়া হয় ।  দুই ঈদসহ বিশেষ বিশেষ উৎসবের দিনে  ১০ কিলোমিটার পর্যন্ত ১৬ ধরনের রঙ্গিন আলোোর বিচ্ছুরণ ঘটিয়ে পরিবেশকে করা হয় ধর্মীয় উৎসবমুখর ।

  বিঃদ্রঃ মালিক আবব্দুল আজিজ এই টাওয়ারটি দুই হারামের জন্য উৎসর্গ করে দিয়েছেন । 
ইনশাআল্লাহ চলবে,,,,,,। 
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments