Recent Tube

কাপড় তিনবার ধৌত করা এবং ধৌত করার শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা আবশ্যক কী? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

 
কাপড় তিনবার ধৌত করা এবং ধৌত করার শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা আবশ্যক কী? 

---------------🔹♦🔹---------------

প্রশ্ন: 
অনেকে বলে যে, কাপড় ধৌত করার শুরুতে ‘বিসমিল্লাহ’ না পড়লে এবং আলাদা আলাদা পানি নিয়ে তিনবার ধৌত না করলে কাপড় পবিত্র হবে না-এ কথাগুলো কি ঠিক?

  উত্তর:
♦ কাপড় ধোয়ার শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা:
ইসলামে প্রতিটি কাজের শুরুতেই ‘বিসমিল্লাহ’ বলার ব্যাপারে তাকিদ এসেছে। সুতরাং কাপড় ধোয়ার শুরুতেও বিসমিল্লাহ বলা মুস্তাহাব। ইচ্ছাকৃত ভাবে তা বাদ দেয়া মোটেও ঠিক নয়। তবে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় বা অজ্ঞতা বশত: না বলে তাহলে ইনশাআল্লাহ তাতে গুনাহ নেই। 
আর কাপড় তখনই পবিত্র হবে যখন ধোয়ার পর তাতে আর নাপাকি অবশিষ্ট থাকবে না-ধোয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হোক অথবা না হোক। 

পক্ষান্তরে বিসমিল্লাহ বলে যদি কাপড় ধোয়া হয় আর তাতে নাপাকি অবশিষ্ট থেকে যায় তাহলে তা পবিত্র হবে না। 

 ♦  তিন বার ধৌত করা:
 ধৌত করার ক্ষেত্রে তিনবার বলে কোন কথা নেই বরং সঠিক কথা হল, নাপাকি দূর হওয়া দূর হওয়া পর্যন্ত ধৌত করা আবশ্যক। সুতরাং নাপাকি দূর করার জন্য যতবার প্রয়োজন ততবার ধৌত করতে হবে।
মোটকথা, নাপাক কাপড় পাক পানি দ্বারা এমনভাবে ধৌত করতে হবে যেন, তাতে নাপাকির কোন চিহ্ন, রং বা দুর্গন্ধ অবশিষ্ট না থাকে। তা যদি একবার ধোয়ার মাধ্যমে সমাধান হয়ে যায় তাহলে তাই যথেষ্ট। কিন্তু এর চেয়ে বেশি ধোয়ার প্রয়োজন হলে তাই করতে হবে। আল্লাহু আলাম।
---------------🔹♦🔹---------------

  উত্তর প্রদানে: 
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
 লিসান্স, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব.
 দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

0 Comments