Recent Tube

সালাতে মহিলাদের জন্য থুতনিও ঢেকে রাখা আবশ্যক কি? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল।

 


 সালাতে মহিলাদের জন্য থুতনিও ঢেকে রাখা আবশ্যক কি?
 -----------------

  প্রশ্ন: 
 সালাতের সময় মহিলাদের মুখমণ্ডল খোলা রাখা জায়েয আছে- এটা আমরা জানি। কিন্তু কেউ কেউ বলে যে, মহিলাদের থুতনি পর্যন্ত ঢেকে রাখতে হবে। কেননা, থুতনিও সতরের মধ্যে পড়ে। আসলে কি আমাদের থুতনিও ঢেকে রাখতে হবে? থুতনি বের হয়ে থাকলে কি সালাত বিশুদ্ধ হবে না?

 উত্তর: 
 সালাতে পরপুরুষ দেখার সম্ভাবনা না থাকলে   মহিলাদের মুখমণ্ডল খোলা রাখা জায়েয   রয়েছে। কিন্তু মুখমণ্ডলের পরিসীমা কতটকু?   এ ব্যাপারে সম্মানিত ফকীহগণ বলেন,   “মুখমণ্ডের পরিসীমা হল, মাথার চুল   গজানোর  স্থান থেকে নিয়ে চোয়ালের হাড়ের   শেষ পর্যন্ত এবং দু'পাশে দু'কান পর্যন্ত।”

 তাহলে আমরা জানতে পারলাম যে, থুতনি বা চোয়ালের হাড়ের শেষ পযর্ন্ত চেহারার অন্তর্ভুক্ত। (তার নিচের অংশ চেহারার অন্তর্ভুক্ত নয়।)

 সুতরাং ওযুতে মুখমণ্ডলের এ স্থানটুকু ধৌত করা আবশ্যক।

 আর সালাতে মহিলাদের থুতনিসহ মুখমণ্ডল খুলে রাখা জায়েয (যদি পরপুরুষ দেখার সম্ভাবনা না থাকে)। কেননা থুতনি মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। তবে থুতনির নিচের অংশ ঢাকা আবশ্যক। জানা স্বত্বে থুতনির নিচের অংশ খোলা থাকলে সালাত বাতিল হয়ে যাবে।
আল্লাহু আলাম।
------------------
উত্তর প্রদানে:
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল। 
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

Post a Comment

0 Comments