Recent Tube

বর্তমানে গরুর/মুরগীর গোস্ত কয়লার আগুনে পুড়িয়ে বারবিকিউ করা হয়। এটা কি খাওয়া হালাল হবে? - আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল ।


 প্রশ্ন: 
বর্তমানে গরুর/মুরগীর গোস্ত কয়লার আগুনে পুড়িয়ে বারবিকিউ করা হয়। এটা কি খাওয়া হালাল হবে?

 উত্তর: 
 আল্লাহ তাআলা গরু, ছাগল, হাস মুরগী   ইত্যাদির গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল করেছেন। সুতরাং তা আল্লাহর নাম নিয়ে হালাল পদ্ধতিতে জবেহ করার পর রান্না করে, সিদ্ধ করে, ভেজে, ভুনা করে, কয়লা, গ্যাস বা কারেন্টের আগুনে বারবিকিউ করে, কাবাব করে, ব্রুস্টেড করে ...ইত্যাদি যেভাবে ইচ্ছা খেতে কোন বাধা নেই। আল হামদুলিল্লাহ।
আমাদের উচিৎ, আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ) বলে খাওয়া এবং খাওয়া শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহু  আলাম।
----------------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল । 
#abdullahilhadi

Post a Comment

0 Comments