Recent Tube

আল কুরআন।




                 
                        সূরা মারিয়াম ;

সূরা নম্বরঃ ১৯, 

 আয়াত নম্বরঃ ৮১
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّيَكُوْنُوْا لَهُمْ عِزًّا  ۙ
তাহারা আল্লাহ্ ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করে এইজন্য, যাহাতে উহারা তাহাদের সহায় হয়;

   আয়াত নম্বরঃ ৮২;
كَلَّا‌  ؕ سَيَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَيَكُوْنُوْنَ عَلَيْهِمْ ضِدًّا
 কখনই নহে; উহারা তো তাহাদের 'ইবাদত অস্বীকার করিবে এবং তাহাদের বিরোধী হইয়া যাইবে।

   আয়াত নম্বরঃ ৮৩;
اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّيٰـطِيْنَ عَلَى الْكٰفِرِيْنَ تَؤُزُّهُمْ اَزًّا  ۙ
  তুমি কি লক্ষ্য কর নাই যে, আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছাড়িয়া রাখিয়াছি উহাদেরকে মন্দ কর্মে বিশেষ ভাবে প্রলুব্ধ করিবার জন্য?

 আয়াত নম্বরঃ ৮৪
فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ‌ ؕ اِنَّمَا نَـعُدُّ لَهُمْ عَدًّا‌  ۚ
 সুতরাং তাহাদের বিষয়ে তুমি তাড়াতাড়ি করিও না। আমি তো গণনা করিতেছি উহাদের নির্ধারিত কাল,

   আয়াত নম্বরঃ ৮৫;
يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِيْنَ اِلَى الرَّحْمٰنِ وَفْدًا‌  ۙ
যেদিন দয়াময়ের নিকট মুত্তাকীদেরকে সম্মানিত মেহমান রূপে সমবেত করিব,

 
 


Post a Comment

0 Comments