Recent Tube

কেউ আত্মহত্যা করলে এটা তো আল্লাহর লিখিত তাকদিরের ভিত্তিতেই করে-এভাবে বলা কি ঠিক? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

 প্রশ্ন: 
 কেউ আত্মহত্যা করলে এটা তো আল্লাহর লিখিত তাকদিরের ভিত্তিতেই করে-এভাবে বলা কি ঠিক?

 উত্তর: 
 এ কথা স্বতঃসিদ্ধ যে, ইসলামের দৃষ্টিতে সুইসাইড বা আত্মহত্যা করা কবিরা গুনাহ-মহাপাপ। আর পৃথিবীতে যা কিছু ঘটে, যত ঘটনা-দুর্ঘটনা, নেক কাজ-পাপকাজ সবই আল্লাহ লিখিত তাকদিরের নিরিখেই ঘটে। পৃথিবীতে কী কী ঘটবে মহান আল্লাহ তার অসীম ভবিষ্যত জ্ঞানের আলোকে সব কিছু জানেন এবং সে আলোকে তিনি তা লিখে রেখেছেন। এমন কিছু ঘটবে না যা আল্লাহ লিখে রাখেন নি। কিন্তু তাই বলে যত অন্যায়-পাপাচার ঘটবে তাতে আল্লাহ সন্তুষ্ট তা বুঝায় না। বরং তিনি জানেন এসব ঘটবে। তাই তিনি এ সবের শাস্তি কী হবে তাও উল্লেখ করে দিয়েছেন। 
 সুতরাং আমাদের এমন কোন কাজ করা উচিৎ নয়, যাতে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।

উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments