Recent Tube

আমি নিশ্চিত আমাদের নবী (সা) এর দুয়া ইসলামি সাহিত্যসেবীদের মাথায় তাজ হয়ে আছে। আব্দুস সালাম আজাদী।





 
 আমি নিশ্চিত আমাদের নবী (সা) এর দুয়া ইসলামি সাহিত্যসেবীদের মাথায় তাজ হয়ে আছে। 


 নারীদেহ, যৌন সুড়সুড়ি, খানিকটা মদ, অথবা ওয়াক থু সাহিত্যের যে কত কাটতি তা গত ৫০ বছরে দেখেছি। ওর পাশাপাশি ইসলামি সাহিত্যের বাজার কত রমরমা তা দেখতে চাইলেে অবিশ্বাসীদের হাপিত্যেস লক্ষ্য করুন। মুসলিম দেশে ইসলামি বই বিক্রির স্টল ও দেয়া যাবেনা। এই জুলুমের অর্ধেক ও যদি ঐ সব ওয়াক থু সাহিত্যের কপোলে দেয়া হতো, তা হলে গরুর শিং দিয়ে গুতিয়ে মারতো ওরা দেশবাসীকে। 

  আমি নিশ্চিত আমাদের নবী (সা) এর দুয়া ইসলামি সাহিত্যসেবীদের মাথায় তাজ হয়ে আছে। তিনি হাসসান বিন সাবিত (রা)কে বলেছিলেন, ওয়াহজু কুরায়শান............ ইন্না রুহাল ক্বুদস লা ইয়াযালু ইওয়্যিদুক" কুরায়শের বিপরীতে ব্যঙ্গকবিতা লিখে যাও, জিবরীল তোমাকে সহযোগিতা করেই যাবে। (মুসলিম, আইশা (রা) থেকে।)
----------------- 
লেখক ঃ ইসলামি চিন্তাবিদ আলোচক,দাঈ,প্রবন্ধ লেখক ও গবেষক। 

Post a Comment

0 Comments