Recent Tube

প্রশ্ন:- সুফরা কি জিনিস? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর খাবার রেখে খেতেন? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

 



  প্রশ্ন:- 
 সুফরা কি জিনিস? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর খাবার রেখে খেতেন?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 সুফরা (السفرة) শব্দটি আরবী। মূলধাতু  سفر সফর শব্দ থেকে উৎকলিত। এর অর্থ সফর করা।
ইবনুল আসীর আল নিহায়া গ্রন্থে বলেন, 
 هي الطعام الذي يتَّخذه المسافر، وأكثر ما يحمل في جلد مستدير، فنقل اسم الطعام إلى الجلد وسمي به، 

“সুফরা অর্থ এমন খাবার যা সফরকারী ব্যক্তি সঙ্গে নিয়ে থাকে। (পূর্বযুগে) বেশিরভাগ সময় একটা গোল চামড়ায় এই খাবার বহন করা হত। পরবর্তীতে যে চামড়ায় খাবার বহন করা হত সেটাকেই সুফরা নামে নাম করণ করা হয়।” 
আরবরা সাধারণত: যে চামড়ায় করে খাবার বহন করত সেটার উপরই খাবার রেখে খেত।
তাহলে যে জিনিসটির উপর খাবার রেখে খাওয়া হয় তার যদি খুরা বা পায়া না থাকে তাহলে তাকেই আমরা সুফরা বলতে পারি - সেটা চামড়া, কাপড়, পলেথিন, প্লাস্টিক, কাগজ ইত্যাদি যে কোন কিছু থেকে তৈরি হোক না কেন।
পক্ষান্তরে জমিন থেকে উঁচু করার জন্য চার পা বিশিষ্ট টেবিলকে আরবীতে الخُـٍوان আল খিওয়ান বা টেবিল বলা হয়।
রাসূল সা., সাহাবীগণ এবং আরবগণ সাধারণত: এমন সুফরার উপর খাদ্য গ্রহণ করতেন।
তারা চার পা বিশিষ্ট জমিন থেকে উঁচু জিনিস তথা টেবিলে খাবার খেতেন না।

  এটা কেবল একটি তৎকালীন সামাজিক প্রচলন। এটি রাসূল সা. এর বিনয় ও সহজ-সরল, অনাড়ম্বর জীবনের একটি চিত্র। কেউ এর প্রতি আমল করলে সওয়াব পাবে ইনশাআল্লাহ। তবে তা না করলে গুনাহ হবে না। সে হিসেবে টিবলের উপর খাদ্য গ্রহণ করতে কোন আপত্তি নেই। তবে খাদ্যগ্রহণের আদব-কায়দাগুলোর প্রতি যত্নবান হতে হবে।  
আল্লাহু আলাম।

-------------- 
উত্তর প্রদানে -
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। 
#abdullahilhadi

Post a Comment

0 Comments