Recent Tube

আল কুরআন।




                         সূরা আম্বিয়া। 

সূরা নম্বরঃ ২১, 

আয়াত নম্বরঃ ১০৬
اِنَّ فِىْ هٰذَا لَبَلٰغًا  لّـِقَوْمٍ عٰبِدِيْنَؕ
 নিশ্চয়ই ইহাতে রহিয়াছে বাণী সেই সম্প্রদায়ের জন্য যাহারা 'ইবাদত করে।

   আয়াত নম্বরঃ ১০৭;
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
  আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করিয়াছি।

   আয়াত নম্বরঃ ১০৮;
قُلْ اِنَّمَا يُوْحٰۤى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَهَلْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ
  বল, 'আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ্ একই ইলাহ্, সুতরাং তোমরা হইয়া যাও আত্নসমর্পণকারী।'


    আয়াত নম্বরঃ ১০৯;
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْـتُكُمْ عَلٰى سَوَآءٍ  ‌ؕ وَاِنْ اَدْرِىْۤ اَقَرِيْبٌ اَمْ بَعِيْدٌ مَّا تُوْعَدُوْنَ
   তবে উহারা মুখ ফিরাইয়া লইলে তুমি বলিও, 'আমি তোমাদেরকে যথাযথ ভাবে জানাইয়া দিয়াছি এবং তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, আমি জানি না, তাহা আসন্ন, না দূরস্থিত।

    আয়াত নম্বরঃ ১১০;
اِنَّهٗ يَعْلَمُ الْجَـهْرَ مِنَ  الْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُوْنَ
  তিনি জানেন যাহা কথায় ব্যক্ত এবং যাহা তোমরা গোপন কর।
   
   আয়াত নম্বরঃ ১১১;
وَاِنْ اَدْرِىْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّـكُمْ  وَمَتَاعٌ اِلٰى حِيْنٍ
'আমি জানি না হয়ত ইহা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবনোপভোগ কিছু কালের জন্য।'

  আয়াত নম্বরঃ ১১২;
قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَـقِّ‌ؕ وَرَبُّنَا  الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ
 রাসূল বলিয়াছিল, 'হে আমার প্রতিপালক! তুমি ন্যায়ের সঙ্গে ফয়সালা করিয়া দিও, আমাদের প্রতিপালক তো দয়াময়, তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র সহায়স্থল তিনিই।'

 

 


 


Post a Comment

0 Comments