Recent Tube

পরিচয়। কালাম আজাদ।




পরিচয়
...........

আমারে শুধোয়, তুমি কেডা
বললাম, ওরে এই-
বেডা!
উনারে চিনিস? মোফাজ্জল করিম,ইনি আমার শিক্ষক আর বাংলার কবি,
ধরে নেয় আর কিচ্ছু নই,
শুধু এই ছবি, ছবির পাশের এক ছবি,
এ ও কী কম কিছু বল্?
ভাগলো সে থুথু গিলে যেনো হলাহল।

যদিওবা না ই কিছু হই
সাবধান!
স্মৃতি দিয়ে দিতে পারি অহংকারী পাকা ধানে মই।। ২২/৩/২২

Post a Comment

0 Comments