Recent Tube

মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান-সদকা: কী, কেন এবং কীভাবে করবেন? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।





মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান-সদকা: কী, কেন এবং কীভাবে করবেন?
----------------- ◈◉◈-------------- 
 প্রশ্ন:
 মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান-সদকা করা হলে কি তার আমলনামায় নেকি লেখা হবে? 

 উত্তর: 
 হাদিস দ্বারা প্রমাণিত যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান-সদকা করা হলে সে কবরে তার দ্বারা উপকৃত হবে এবং তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ।
হাদিসে বর্ণিত হয়েছে:
عَنْ عَائِشَةَ – رضى الله عنها – أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِىِّ – صلى الله عليه وسلم إِنَّ أُمِّى افْتُلِتَتْ نَفْسُهَا ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ نَعَمْ
 আয়েশা রা. হতে বর্ণিত। এক ব্যক্তি নবী-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে জিজ্ঞাসা করল যে, আমার মা হঠাৎ মৃত্যু বরণ করেছে। আমার ধারণা, মৃত্যুর আগে কথা বলতে পারলে তিনি দান করতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে দান-সদকা করি তবে কি তিনি সওয়াব পাবেন? তিনি বলেন: হ্যাঁ। [সহীহ বুখারী, অধ্যায়: ২৩/ জানাযা, অনুচ্ছেদ: হঠাৎ মৃত্যু। সহিহ মুসলিম, অধ্যায়: ১৩/ যাকাত, পরিচ্ছেদ: ১০. মৃত ব্যক্তির পক্ষ হতে সদাকা করা এবং করলে এর সাওয়াব তার কাছে পৌঁছে যাওয়া]

  আলেমগণ বলেন, দানের ক্ষেত্রে এমন জিনিস দান করা উত্তম যা দীর্ঘ দিন এবং স্থায়ীভাবে মানুষের উপকারে আসে।
 
 উপকারী ও স্থায়ী দানের কতিপয় উদাহরণ:
◼ ১) পানির ব্যবস্থা করা (যেমন: টিউব ওয়েল স্থাপন) 
◼ ২) এতিম প্রতিপালনের দায়িত্ব গ্রহণ।
◼ ৩) অসহায় মানুষের বাসস্থান তৈরি।
◼ ৪) গরিব তালিবে ইলমকে সাহায্য-সহযোগিতা করা। 
◼ ৫) দাতব্য হাসপাতাল নির্মাণ বা দু:স্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
◼ ৬) মাদরাসা, মসজিদ, এতিমখানা, হাসপাতাল ও গোরস্থানের জন্য জমি দান করা।
◼ ৭) মসজিদ নির্মাণ বা তাতে অংশ গ্রহণ।
◼ ৮) মাদরাসা নির্মাণ বা তাতে অংশ গ্রহণ।
◼ ৯) ইসলামি গ্রন্থাগার প্রতিষ্ঠা বা তাতে ইসলামি বই-পুস্তক ক্রয় করে দেয়া।
◼ ১০) ইসলামি বই-পুস্তক ক্রয় করে বিতরণ করা বা ইসলামি ওয়েব সাইট, অ্যাপ  ইত্যাদি তৈরি করা বা তাতে আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করা ইত্যাদি।

  এ ছাড়াও তার জন্য দুআ করা হলে বা তার পক্ষ থেকে হজ বা উমরা আদায় করা হলে সে কবরে থেকে লাভবান হবে ইনশাআল্লাহ। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে শবিনা খতম (কুরআন খতম), দুআ মাহফিল, মিলাদ মাহফিল, ওরশ মাহফিল, মৃত্যু বার্ষিকী পালন, শোক সভা, স্মরণ সভা ইত্যাদি সবই বিদআত ও শরিয়ত বহির্ভূত কার্যক্রম।
আল্লাহু আলাম
-------------- ◈◉◈-------------- 

 উত্তর প্রদানে:
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। 
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। 
#abdullahilhadi

আরও পড়ুন:
◆ প্রশ্ন: এমন ইলম যা মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া হিসাবে অব্যাহত থাকে সেই ইলম সম্পর্কে জানতে চাই
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/428720794214138
◆ সদকায়ে জারিয়া: আখিরাতের জন্য ইনভেস্ট
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/667750770311138
◆ মৃত পিতামাতার জন্য সন্তানের দুআ করার গুরুত্ব
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/987787761640769
◆ পিতা-মাতার জন্য সব চেয়ে উত্তম দুআ, দুআ করার সঠিক পদ্ধতি এবং  এ ক্ষেত্রে বিদআতী কার্যক্রম
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/505859983166885
◆ প্রশ্ন: বাবা-মার প্রতি আমাদের দায়িত্ব কতটুকু? “মায়ের এক ফোটা দুধের ধার শোধ করা যাবে না।” কথাটা কি সত্যি?
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/888700791549467
◆  এক নজরে মৃত, কবর ও মাজার বিষয়ক ৩০টি করণীয় ও বর্জনীয়
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/1041566609596217
◆  মৃত ব্যক্তিদের প্রতি জীবিতদের দায়িত্ব ও কতর্ব্য
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/696558734097008
◆ মৃত্যু, কবর-মাজার এবং এ সংক্রান্ত বিভিন্ন বিদআত বিষয়ক প্রশ্নোত্তরের ৪৩টি লিংক
https://www.facebook.com/Abdllahilhadi/posts/4038271729605904
◆  মৃতের উদ্দেশ্যে কুরআন খতম বা শবিনা খতম (কুরআনখানি) একটি বিদআতি প্রথা
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/914005225685690

Post a Comment

0 Comments