Recent Tube

এগুলো আমাদেরই হাতের কামাই। ফারজানা লিমা।





     এগুলো আমাদেরই হাতের কামাই। 


 যখন পাপাচার, অশ্লীলতা, যুলুম আর অন্যায়-অবিচারে চারদিক ছেয়ে যায় তখন আল্লাহর আযাব অগ্নিকাণ্ড, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, মহামারী রোগ, ভূমিকম্পের রূপে ধেঁয়ে আসে। এগুলো আমাদেরই হাতের কামাই। 
এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা বলেন -

 "তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন"
[ সুরাহ আশ-শুরা, ৪২/৩০ ]

 আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আরো বলেন -

"স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে"
[ সূরাহ আর-রূম, আয়াত : ৪১ ]

পৃথিবীর এই ক্রান্তিলগ্নে বিশেষ করে বর্তমান পরিস্থিতিকে "প্রাকৃতিক দুর্যোগ" বলে উড়িয়ে না দিয়ে  বরং আল্লাহর আযাব থেকে মুক্তির জন্য তার সামনেই অনুনয়-বিনয়, তাওবাহ-ইস্তেগফার করুন। তিনি আমাদের উপর বড় আযাব [ যেমন : কবর, পরকাল, জাহান্নাম ]  দেয়ার পূর্বে ছোট আযাব দিয়ে দেন , যাতে করে আমরা তার দিকে প্রত্যাবর্তিত হই। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন,

"আর অবশ্যই আমরা তাদেরকে মহা শাস্তির পূর্বে কিছু লঘু শাস্তি আস্বাদন করাব  যাতে তারা ফিরে আসে"
 [ সুরাহ আস-সাজদাহ: আয়াত : ২১ ]

অন্যত্র বলেন,

তারা কি লক্ষ্য করে না যে, তারা প্রতি বছর একবার কিংবা দু’বার কোন না কোন বিপদে পতিত হয়? তবুও না তারা তাওবাহ করে, আর না তারা উপদেশ গ্রহণ করে? [ সুরাহ আত-তাওবাহ, ৯/১২৬ ]

 অতএব, এখনো সময় আছে দ্রুত আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন। চারদিকে এত বিপদাপদ দেখার পরেও যদি আপনার হুঁশ না ফিরে, তাহলে নিশ্চিত জেনে রাখুন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। 

 হে আল্লাহ! আপনি আমাদের ক্ষমা করুন, যেমনি ভাবে ক্ষমা করেছেন আমাদের পূর্ববর্তীদেরকে। আমাদের উপর রহম করুন, যেমনিভাবে রহম করে থাকেন আপনার প্রিয় বান্দাদেরকে এবং আমাদেরকে চিরসুখের আবাসস্থল জান্নাতে যাওয়ার তাওফীক্ব দান করুন। আমীন
------------------------- 
লেখক ঃ  অনলাইন  এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments