Recent Tube

আল কুরআন।


  
             সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ৩৬;
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَۙ
উহারা বলিল, 'তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও,

 আয়াত নম্বরঃ ৩৭;
يَاْتُوْكَ بِكُلِّ  سَحَّارٍ عَلِيْمٍ
 'যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে।'

  আয়াত নম্বরঃ ৩৮;
فَجُمِعَ السَّحَرَةُ لِمِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍۙ
অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হইল,

  আয়াত নম্বরঃ ৩৯;
وَّقِيْلَ لِلنَّاسِ هَلْ اَنْـتُمْ مُّجْتَمِعُوْنَۙ
 এবং লোকদেরকে বলা হইল, 'তোমরাও সমবেত হইতেছ কি?

 আয়াত নম্বরঃ ৪০;
لَعَلَّنَا نَـتَّبِعُ السَّحَرَةَ اِنْ  كَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ
'যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি, যদি উহারা বিজয়ী হয়।'

 
 

 



Post a Comment

0 Comments