Recent Tube

আল কুরআন।


                সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১৭১
اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‌ۚ
এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

আয়াত নম্বরঃ ১৭২;
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ‌ۚ
অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম।

 আয়াত নম্বরঃ ১৭৩;
وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا‌ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ
 তাহাদের উপর শাস্তি মূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।

  আয়াত নম্বরঃ ১৭৪;
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ
 ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মু'মিন নহে।

  আয়াত নম্বরঃ ১৭৫;
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
 তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

 
 
 
 

Post a Comment

0 Comments