Recent Tube

কোরআনের আয়নায় ইব্রাহীম (আ.) এর দাওয়াত ও কেরবানী --- মুহিউল ইসলাম মাহিম চৌধুরী (প্রথম পর্ব)


কোরআনের আয়নায়  ইব্রাহীম (আ.) এর দাওয়াত ও কেরবানী পর্ব-১
----------------------------------
এক বৈচিত্রময় নবী চরীত্রের নাম হযরত ইব্রাহীম (আ.) । 
জীবনের প্রতিটি মুহুর্তে মহান আল্লাহর অগ্নিপরীক্ষায় তাঁকে  অবতীর্ণ হতে হয় । 

হযরত আদম(আঃ) থেকে শুরু করে তাঁর পূর্বের ১০/১২ জন নবী ছাড়া, শেষ নবী মোহাম্মাদ (সঃ) পর্যন্ত অসংখ্য অগনিত নবীদের মধ্যে প্রায় সকলেই ছিলেন, ইবরাহীম (আঃ) এর বংশধর। সেদিক থেকে তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীদের পিতা । 

আমরা আজকের এ নিবন্ধে ইব্রাহীম (আ.) এর জীবন,দাওয়াত এবং কোরবানীকে কোরআনের আয়নায় দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ । 

মূর্তি নির্মাতা আজরের ঘরে জন্মগ্রহণ করেন আল্লাহর নবী হযরত ইব্রাহীম (আ.)  । এক মারাত্নক শিরকী পরিবেশে বড় হতে থাকেন তিনি। 
শৈশবেই মহান আল্লাহ তাঁকে নবীওয়ালা চরীত্র দিয়ে সৃষ্টি করেছিলেন । সমস্থ জিহালাত থেকে  তাঁকে রেখেছিলেন পূতপবিত্র। মহান আল্লাহ সায়্যিদিনা ইবরাহীম (আ.) এর পরিচয় তুলে ধরছেন এভাবে-واذكر في الكتاب ابراهيم انه كان صديقا نبيا.
''আর এই কিতাবে ইব্রাহীমের কথা স্মরণ করুন । নিঃসন্দেহে তিনি সত্যনিষ্ট মানুষ এবং নবী ছিলেন । 
(সূরা মরিয়ম-৪১)

চলবে-

Post a Comment

0 Comments