Recent Tube

নবীদের ব্যাপারে সাইয়্যেদ আবুল আলা মওদুদী রহ.-এর ৬ টি মন্তব্য: আসলাম হোসাইন।



নবীদের ব্যাপারে সাইয়্যেদ আবুল আলা মওদুদী রহ.-এর ৬ টি মন্তব্য:

১. ত্রুটিহীনতা ও নিষ্পাপত্ব একমাত্র নবীদেরই বৈশিষ্ট্য। (রাসায়েল ও মাসায়েল, ৫ম খন্ড, পৃ.১৯৮)

 ২. আমি নবী ছাড়া অন্য কাউকে মাসুম মনে করি না।(রাসায়েল ও মাসায়েল, ২য় খন্ড, পৃ. ৩৩১)। তার মানে তিনি নবীদের মাসুম মনে করেন।

৩. নবীগণের (আলাইহিমুস সালাম) ত্রুটি ও পাপমুক্ত হওয়াটা নিঃসন্দেহে একটা মৌলিক বিষয়। ( প্রাগুক্ত, ৩য় খন্ড পৃ.  ৬১)

৪. আম্বিয়া কিরাম ছাড়া অন্য কাউকে আমি নিষ্পাপ মনে করি না। ( প্রাগুক্ত, ১ম খন্ড, পৃ. ২৮৯)

৫. কেবল নবী-রাসুলেরাই নিষ্পাপ, নিষ্কলুষ। ( খেলাফত ও রাজতন্ত্র, পৃ. ২৯৫)

৬. হজরত রাসুল সা. কুপ্রবৃত্তি থেকে মুক্ত ছিলেন। তাঁর সব কিছুই গোমরাহী ও প্রবৃত্তির লালসা থেকে মুক্ত ছিল। আল্লাহ তা'য়ালা তাঁকে নিখুঁত, নির্ভুল এবং সত্যাশ্রয়ী বিবেক ও স্বভাব-প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছিলেন।
( সীরাতে সরওয়ারে আলম, ১ ম খন্ড, পৃ. ২২২ - ২২৩)

নবীদের ব্যাপারে মাওলানা ম‌ওদুদী রহ.-এর এমন স্পষ্ট বক্তব্য থাকার পরও যারা তাঁকে নবী নিষ্পাপ অমান্যকারী হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা বুঝাতে চায়: মাওলানা ম‌ওদুদী রহ. যে নবীদের নিষ্পাপ মানেন বলেছেন, তার কথা সত্য নয়। বরং আমরা যেটা অনুমান করেছি এবং আমাদের আকাবিরগণ যেটা বলে গেছেন সেটাই সত্য।
------------------------- 
Aslam Hussain

Post a Comment

0 Comments