মৃত ব্যাক্তির নামের পূর্বে “মরহুম” শব্দ ব্যাবহার করা পরিহার করুন।
“মরহুম” শব্দের অর্থ আল্লাহর রহম প্রাপ্ত! অর্থাৎ জান্নাতী। কিন্তু কে আল্লাহর রহমপ্রাপ্ত তা কেবল আল্লাহই জানেন। গায়েব সম্পর্কে তো আমরা অজ্ঞ।
বাংলা ভাষায় “মৃত” শব্দের সাথে “মরহুম” শব্দের মিল থাকায় আমরা মনে করি এটাই মনে হয় আরবিতে ব্যাবহৃত হয়! কিন্তু আরবিতে মৃতকে “মাইয়েত” {ميت} বলা হয়।
মৃত ব্যাক্তিকে দোয়া করার জ্ঞাতার্থে “রাহিমাহুল্লাহ” {رحمه الله} বলতে পারি। যার অর্থ হল— “আল্লাহ তাঁকে রহম করুন”।
“মরহুম” তথা ‘আল্লাহর রহমপ্রাপ্ত’ বললে বুঝা যায় আপনি গায়েবের খবরও জানেন! যা শিরকের পর্যায়ে পড়ে যায়! কেননা মহান আল্লাহ তা’লা বলেন—
“আসমান যমিনে আল্লাহ্ ব্যতীত অন্য কেউ গায়েবের খবর জানে না।”
[সূরা নামল, আয়াত: ৬৫]
আল্লাহই সবচেয়ে বেশী জানেন।
0 Comments