Recent Tube

আল কুরআন।


 
                      সুরা ফাতির-৩৫;

 আয়াত নম্বরঃ ১৬;
اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ  وَيَاْتِ بِخَلْقٍ جَدِيْدٍۚ
তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসৃত করিতে পারেন এবং এক নূতন সৃষ্টি আনয়ন করিতে পারেন।

 আয়াত নম্বরঃ ১৭;
وَمَا ذٰ لِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ
ইহা আল্লাহ্‌র পক্ষে কঠিন নয়।

 আয়াত নম্বরঃ ১৮;
وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرَىٰ ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى  ؕ اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ   ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ  ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ
 কোন বহনকারী অন্যের বোঝা বহন করিবে না; কোন ভারাক্রান্ত ব্যক্তি যদি কাহাকেও ইহা বহন করিতে আহবান করে তবে উহার কিছুই বহন করা হইবে না-সে নিকট-আত্মীয় হইলেও। তুমি কেবল তাহাদেরকেই সতর্ক করিতে পার যাহারা তাহাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে এবং সালাত কায়েম করে। যে কেহ নিজকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য। আল্লাহরই দিকে প্রত্যাবর্তন।

 আয়াত নম্বরঃ ১৯;
وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ
সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান,

 আয়াত নম্বরঃ ২০;
وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُۙ
আর না অন্ধকার ও আলো,










Post a Comment

0 Comments