বিসমিল্লাহির রাহমানির রাহিম
----------------------------------------
বিংশ শতাব্দীর বিশ্বসেরা ইসলামী চিন্তাবিদ মাওলানা সাইয়্যেদ আবুল আলা মাওদুদী (রহ ) এর রাসূল মুহাম্মদ (স:) পর্যন্ত হাদীসের সনদ নিম্নে বর্ণিত হল:
১. বিশ্বনবী, সাইয়্যেদুল মুরসালীন হযরত মুহাম্মদ (স:)।
২. বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা (রা:)
৩. শায়খ আবু যুরআ (রহ:)।
৪.শায়খ উমারাহ বিন আলকা'অ কা'অ (রহ:)।
৫. শায়খ মুহাম্মদ বিন ফুযায়েল (রহ:)।
৬. শায়খ আহমদ বিন ইশকাব (রহ :)।
৭.আমিরুল মু'মিনিনা ফিল হাদীস শায়েখ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী ( রহ :)।
৮. শায়েখ মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরী ( রহ:)।
৯. শায়েখ আব্দুল্লাহ বিন আহমদ সুরাখসী(রহ)।
১০.শায়খ আব্দুল রহমান বিন মুযাফফর আদ-দাউদী(রহ)।
১১.শায়খ আব্দুল আওয়াল বিন ঈসা আল হারাওয়ী(রহ)।
১২.শায়খ সিরাজ উদ্দীন বিন মুবারক আয যুবায়দী(রহ)।
১৩.শায়খ আহমদ বিন আবু তালিব আল হাজ্জার (রহ)।
১৪.শায়খ ইবরাহিম বিন আহমদ আত তানুকী(রহ)।
১৫.শায়খ আহমদ বিন আলী বিন হাজার আল আসকালীন(রহ)।
১৬.শায়খ আহমদ যাকারিয়া বিন মুহাম্মদ আল আনছারী(রহ)।
১৭. শায়েখ শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ আর -রামলী(রহ :)।
১৮. শায়েখ আহমদ বিন আলী বিন আব্দুল কুদ্দুস আশ - শাননাওয়ী (রহ:)।
১৯. শায়খ আহমদ বিন মুহাম্মদ আল কুশাশী (রহ :)।
২০. শায়খ ইবরাহিম আল কুরদী আল মাদানী (রহ:)।
২১. শায়খ আবু তাহের মুহাম্মদ আল কুরদী আল মাদানী (রহ:)।
২২. শায়খ শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রহ:)।
২৩. শায়খ শাহ আব্দুল আযীয মুহাদ্দিছে দেহলভী (রহ:)।
২৪. শায়খ শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী (রহ:)।
২৫. শায়খ মামলুক আলী (রহ:)।
২৬. শায়খ মুহাম্মদ মাযহার নানুতয়ী (রহ )
২৭. শায়খ খলীল আহমদ সাহরানপুরী(রহ)।
২৮.শায়খ আশফাকুর রহমান কান্ধলভী(রহ)।
২৯.মাওলানা সাইয়্যেদ আবুল আলা' মাওদুদী(রহ)।
----------------------------------------
যারা সহজ সরল মুসলমানদেরকে এ বলে বিভ্রান্ত করে যে মাওলানা মাওদুদী(রহঃ) আলেমই নন বরং তিনি হলে মি.মাওদুদী তাদের উদ্দেশ্যে আল কুরআনের নিম্নের আয়াতটি পেশ করছি:
----------------------------------------
সূরা বাকারাহ আয়াত নং ৪২
------------------------------------
" সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিয়োনা এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করোনা।
(আল কুরআন)।
________________________
And mix not truth with falsehood nor conceal the truth while you know .
(Al Quran)
----------------------------------------
~~~~~(সমাপ্ত) ~~~~~
0 Comments