সৎ চাচা মাহরাম পুরুষের অন্তর্ভুক্ত
----------------------------------
প্রশ্ন:
বাবার সৎ ভাইয়ের সাথে কি দেখা দেওয়া যাবে? তিনি তো সৎ চাচা। (অর্থাৎ আমার দাদার দুই বিয়ে হয়েছিল। তিনি তার প্রথম স্ত্রীর ছেলে।)
-------------------------
উত্তর:
হ্যাঁ, আপনার পিতার সৎ ভাই (আপনার সৎ চাচা)-এর সাথে আপনার পর্দা রক্ষা করা আবশ্যক নয়। বরং স্বাভাবিকভাবেই তার সাথে দেখা-সাক্ষাত করা জায়েজ। কেননা তিনি আপনার জন্য মাহরাম (বিয়ে নিষিদ্ধ)।
মনে রাখতে হবে, এক জন মহিলার জন্য তার দাদার সকল ছেলেই মাহরাম চাই তারা এক মায়ের সন্তান হোক বা একাধিক মায়ের। তারা সকলেই তার চাচা। সৎ চাচাও আপন চাচার মতই পিতৃতুল্য আর সে তাদের কন্যা তুল্য। সুতরাং তাদের মাঝে দেখা-সাক্ষাত করা জায়েজ; পর্দা করা আবশ্যক নয়।
মহান আল্লাহ ভাইয়ের কন্যাদেরকে (ভাতিজিদেরকে) বিয়ে করা চিরতরে হারাম ঘোষণা করেছেন। তিনি বলেন,
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ
“তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে, তোমাদের কন্যাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, তোমাদের ভাইয়ের কন্যাদেরকে, তোমাদের বোনের কন্যাদেরকে…।” [সূরা নিসা: ২৩]
হাদিসে আছে,
عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ
“চাচা পিতার সমমর্যাদা সম্পন্ন।” [সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন), অধ্যায়: ১৩/ যাকাত, হা/২১৪৯]
মোটকথা, আপন চাচা হোক অথবা সৎ চাচা হোক তারা আপনার মাহরাম (বিয়ে নিষিদ্ধ) পুরুষদের অন্তর্ভুক্ত। সুতরাং আপনার জন্য আপনার উক্ত সৎ চাচার সাথে পর্দা বিহীন ভাবে দেখা-সাক্ষাৎ করা জায়েজ আছে। আল্লাহু আলাম।
◈◈ আরও পড়ুন:
● মাহরাম ও নন মাহরাম সম্পর্কীত ১০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যে বিষয়ে অধিকাংশ মানুষই অজ্ঞ
https://www.facebook.com/Guidance2TheRightPath/photos/a.348214375598114/598843263868556
● সৎ শ্বশুর মাহরাম নয়:
https://www.facebook.com/Guidance2TheRightPath/photos/a.251877328565153/591667444586138/
● প্রশ্ন: নিজের চাচি-মামি বা দূর সম্পর্কের চাচি-মামি (আন্টি) কে বিয়ে করা যাবে?
https://www.facebook.com/photo?fbid=496814865782817&set=a.465198938944410
● মেয়ের বাবা-মা’র চাচা এবং মামা মাহরাম পুরুষদের অন্তর্ভূক্ত
https://www.facebook.com/Guidance2TheRightPath/photos/a.251877328565153/597799960639553/
● শালী-দুলাভাই, দেবর-ভাবী, বেয়াই-বেয়াইন ইত্যাদির মাঝে পারস্পারিক সম্পর্ক, যোগাযোগ ও পর্দা
https://www.facebook.com/Guidance2TheRightPath/photos/a.251877328565153/777289312690616
● প্রশ্ন: বয়স্ক পুরুষদের সামনে নারীদের বেপর্দা হওয়ার হুকুম কি?
https://www.facebook.com/Guidance2TheRightPath/photos/a.251877328565153/1337602023326006/
------------------------------------------
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল ।
#abdullahilhadi
0 Comments