Recent Tube

ইমামের সাথে পারা যায় না। কুলিয়ে উঠা মুশকিল।


ইমামের সাথে পারা যায় না। কুলিয়ে উঠা মুশকিল। 
----------------------------------

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “নামাজ পড় এইভাবে, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো” [হাদীসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন] বিশ্বস্থ কিতাবাদিতে রাসূলুল্লাহ (সা.) এর নামাজে দুই সিজদার মধ্যের বৈঠকে কিছু দুআ বা তাসবিহ বা যিকির পাওয়া যায়।
 
কিন্তু জামাতে ইমাম সাহেবের সাথে নামাজের সময় এই দুআ বা তাসবিহ বা যিকির করার বা পড়ার কোন সুযোগই আপনি পাবেন না [ইল্লা মা-শাআল্লাহ]। এতো দ্রুত এক সিজদার পর অপর সিজদা দেয়া হয় যে, ইমামের সাথে পারা যায় না। কুলিয়ে উঠা মুশকিল। 

প্রশ্ন করলে বা জিজ্ঞাস করলে আপনি বিশাল জেরার সম্মুখিন হবেন। প্রশ্নবানে জর্জরিত হবেন। আপনি কি আলেম? আপনি কি মাদরাসা শিক্ষিত? কোন মাদরাসা েথকে ফারেগ? ইত্যাদি ইত্যাদি। 

সাথে মনগড়া ফতোয়া মেরে দিবেন ফরজ নামাজে এগুলো লাগে না। পড়তে হয় না। কিন্তু কেন পড়তে হয় না? কে বললো পড়া লাগে না? কোন সঠিক জবাব পাবেন না। পাবেন ধামা-চাপার জবাব। আবহমান কাল থেকে এই অঞ্চলে স্বল্প শিক্ষিত মোল্লা-মুনশিদের মাধ্যমে ইসলাম চর্চা চলছে। আজকের যুগে মানুষ অনেক লেখাপড়া শিখলেও বিভ্রান্ত বিশ্বাস ও আমল থেকে বের হয়ে আসতে চায় না। পারছে না। সবচেয়ে বড় বাধা স্বল্প শিক্ষিত মোল্লা-মুনশি ও তাদের পিষ্ঠপোষক কিছু হুজুর। বাপ-দাদার দোহাই, সমাজের দোহাই, মুরব্বী ও বড়দের দোহাই দিয়ে ধর্ম চর্চা চলছে। 

জ্ঞান বা ইলম দিয়ে সকল প্রকার বিভ্রান্তি থেকে বের হয়ে আসতে প্রয়োজন জাগ্রত বিবেক ও জ্ঞানসম্পন্ন কিছু নিবেদিত প্রাণ সংস্কারক। আল্লাহ সহায় হোন। সহজ করে দিন।
------------------------- 
লেখকঃ ডা: আব্দুস সবুর চৌধুরী। 

Post a Comment

0 Comments