Recent Tube

আল কুরআন

                       সুরা ছোয়াদ-৩৮;

 আয়াত নম্বরঃ ৪৬;
اِنَّاۤ اَخْلَصْنٰهُمْ بِخَالِصَةٍ ذِكْرَى الدَّارِ‌ۚ
আমি তাহাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের, উহা ছিল পরলোকের স্মরণ।

 আয়াত নম্বরঃ ৪৭;
وَاِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْاَخْيَارِؕ
অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত।

 আয়াত নম্বরঃ ৪৮;
وَاذْكُرْ اِسْمٰعِيْلَ وَ الْيَسَعَ وَذَا الْكِفْلِ‌ؕ وَكُلٌّ مِّنَ الْاَخْيَارِؕ
স্মরণ কর, ইসমাঈল, আল-ইয়াসা'আ ও যুল-কিফলের কথা, ইহারা প্রত্যেকেই ছিল সজ্জন।

 আয়াত নম্বরঃ ৪৯;
هٰذَا ذِكْرٌ‌ؕ وَاِنَّ  لِلْمُتَّقِيْنَ لَحُسْنَ مَاٰبٍۙ
ইহা এক স্মরণীয় বর্ণনা। নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রহিয়াছে উত্তম আবাস-

 আয়াত নম্বরঃ ৫০;
جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ‌ۚ
 চিরস্থায়ী জান্নাত, যাহার দ্বার তাহাদের জন্য উন্মুক্ত।







Post a Comment

0 Comments