মাগরিবের আগে দু রাকায়াত নফল;
--------------------
১ম হাদিস:
আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রা) হতে বর্ণিত,
একদা নবী ﷺ বললেন,
صلوا قبل صلاة المغرب قال في الثالثة لمن شاء كراهية أن يتخذها الناس سنة “তোমরা মাগরিবের
পূর্বে দুই রাকাত নামাজ পড়” অতঃপর তৃতিয় বারে তিনি বললেন, যার ইচ্ছা হবে”(সহিহ আল বুখারী হা/১১৮৩,৭৩৬৮, আবু দাউদ হা/১২৮১, আহমাদ ২০০২৯, রিয়াজুস সলেহিনহা/১১২৯)
------------------------------------------------------
২য় হাদিস:
আনাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসুল ﷺ এর বড় বড় সাহাবীদেরকে দেখেছি, তারা মাগরিবের সময় থামগুলোর দিকে দ্রুত বেগে অগ্রসর হতেন।(দুই রাকাত সুন্নাত সালাত পড়ার উদ্দেশ্যে) (সহিহ আল বুখারী হা/৫০৩,৬২৫, মুসলিম হা/৮৩৬,৮৩৭, নাসায়ী হা ৬৮২, আবু দাউদ হা/১২৮২, ইবনু মাজাহ হা/১১৬৩, আহমাদ হা/১১৯০১, দারেমী হা/১৪৪১, রিয়াজুস সলেহিন হা/১১৩০)
----------------------------------------------------
৩য় হাদিস:
আনাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল ﷺ এর যুগে সূযাস্তের পর মাগরেবের ফরজ নামাজের আগে দু রাকাত সুন্নত পড়তাম। তাকে জিগ্গাস করা হলো নবী ﷺ ঐ দুই রাকাত পরেতেন কি? তিনি বললেন, “তিনি ﷺ আমাদেরকে ওই দুই রাকাত পড়তে দেখতেন কিন্তু আমাদেরকে (তার জন্য) আদেশ করতেন না এবং তা থেকে বারণও করতেন না। (সহিহ আল বুখারী হা/৪৩৭০,সহিহ আল মুসলিম হা/৮৩৬, নাসায়ী হা/৬৮২, আহমাদ হা/১১৯০১, রিয়াজুস সলেহিন হা/১১৩১)
------------------------------------------------------------------------------
৪থ হাদিস:
আনাস (রা) হতে বর্ণিত,
كنا بالمدينة فإذا أذن المؤذن لصلاة المغرب ابتدروا السواري فركعوا ركعتين، حتى إن الرجل الغريب ليدخل المسجد فيحسب أن الصلاة قد صليت من كثرة من يصليها).
তিনি বলেন,আমরা মদিনাতে ছিলাম। যখন মুআযযিন মাগরিবের আযান দিত, তখন লোকেরা থামগুলোর দিকে দ্রুত অগ্রসর হত এবং দু রাকাত সালাত পড়ত। এমনকি কোন বিদেশি অচেনা মানুষ মসজিদে এলে অধিকাংশ লোকের ঐ দুই রাকাত পড়া দেখে মনে করত যে, (মাগরিবের ফরজ) সালাত পড়া হয়ে গেছে (এবং তারা পড়ের সুন্নত পড়ছে) (মুসলিম হা/৮৩৬,৮৩৭, বুখারী হা/৬২৫, রিয়াজুস সলেহিন হা/১১৩২)।
-------------------------
লেখক :
আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলীল।
#abdullahilhadi
0 Comments